পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 52 3 নীচেতে নাহি রাখে ছিপাইয়া ॥ কিন্তু শামাদাম পরে তাহারে খাটায় । তাহাতে তাহার রোগ্নি সব লোকে পায় ॥ তামাদের যেন হয় খুব পাক চাল । তা হৈলে লোকেরা তাহ করিয়া খেয়াল। বেহেস্তের বাপ যিনি হন হকে হক । হুরেকে তাহারে যেন কহে মুবারক। এ লাগিয়া সামনেতে সে সব লোকের ৷ তোমাদের রোশ্লি যেন থাকয়ে জাহের । নবুয়ত, আর দেখ তেীরেথ খোদার । এসেছি করিতে রঙ্গ দুনিয়া মাঝার ॥ অঞছা ভাবা গোনা দেলে করিও না আর । রদ করিবারে নাহি এরাদা আমার ॥ লেকিন সে সব মুই করিতে পুরাই । আসিয়াছি দুনিয়াতে কহিনু তাহাই ॥ আর এক বাহ এই করি যে বয়ান । এই যে দেখিছ সবে দুনিয়া আস্থান। যব তক এই সব না যাবে গজবে । পুরা . না হইলে তব তক এই সবে। খাবিন্দের তেীরেথ যে সকল জানিবে। একটা নোক্তাও তার রদ না হইবে ॥ যে সব তীরেথ খোদা করিলা জাহের । সকলের ছোট তার যে হুকুম ফের। যেই শকশ তাহা কভি আদুল করিবে । নিজেও তাহার মত আমলে আনিবে। অন্যের করিতে কাম তার মোতাবেক। যেই শকুশ দুনিয়াতে ফের বাতাবেক ॥ আত্মানী বাদশাহ্নে যারা দাখেল হইবে । তাছাদের বিচে তাকে ছোট গিন যাবে। বিলকুল তেীরেথ কিন্তু যে জন মানিবে। বেগানারে সেইৰূপ করিতে ফর্ম্মাবে। বেহেস্তের পরে সেত দাখেল হইবে । সেখানেতে সেই শকৃশ বড় গিনা যাবে। আর এক বাং মুই কহি তেরা কাছে । ফিৰুণী ও নবিসিন্দা যত লোক আছে ৷ তোমাদের নেকি কাম তাহদের হৈতে । পাক সাফ না হইলে জেনো কোন মতে ॥ বেহেস্তের বাদৃশা