পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৬ ] শকশ দেখ, তোরে ছেতাইবে । লেকিন তাহারে তুমি দোয় বকশাইবে । আরো কহি যেই শকশ ঘিন্না করে তোরে । মেহেরেতে ভালাই তুমি করহ তাহারে। যে তোরে বদনাম দেয় লাহনত করে । আরজ করছ তুমি সে শকশের তরে। বদী ভাল লোক পরে সেই মহাজন । উঠায়ে থাকেন দেখ আপতাপ আপন। নেকি বর্দী যত আছে দুনিয়া মাঝার । পাণি বরষেন যিনি উপরে সবার ॥ হেন যে আত্মানি বাপ বড় মেহেরের । তার বেটা বল্যে সবে হুইবে জাহের ॥ যাহারা পেয়ার করে তোমা সবাকারে 1 ছেরেফ পেয়ার যদি কর তাহাদেরে ৷ তাহৈলে কি ফায়দা হবে তোমাদের তরে । গোমস্ত লোকেও ঠিক অএছাই করে ৷ তোদের আত্মানী বাপ জেছী পুরা পাক । তোমরা তবতে হও তেনারি মাফেক। ৬ বাব । খয়রাতের বাবত বয়ান | হুশিয়ার, দেখাইতে যতেক ইন্‌সানে করিবে না নেকি কাম তাদের সামনে ॥ তাহা হইলে আত্মানের বাগজী হইতে । কভিবি তাহার ফল পাবে না পাইতে ৷ অতএব যে ওখতে খয়রাত করিবে । মক্করবাজ লোকদের মত না হইবে ॥ তাহারা লোকের কাছে তারীফ পাইতে । ইবাদৎ খান। আর শড়ক বিচেতে ॥ খয়রাতের ওক্তে তুরি বাজায় যেমন । কভি বি তোমরা নাহি হইবে তেমন ॥ কিন্তু মুই সাফ বাৎ কহি তামাদের। নিজ নিজ বথসিস মিলেছে তাদের ॥