পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- [ २० ] কভি নাহি করে । তউভি ফর্ম্মাই আমি তোমাদের তরে। সুলেমান নামে যেই বাদশ আছিল । দুনিয়ার বিচে তার জাস্তি ধন ছিল। দেল বিচে ভেবে দেখ সেই সুলেমান । থপছুরত নাহি ছিল ইহার সমান। অতএব আজ তাজা যাহারে দেখিবে । বেশক সামনের রোজ চুলাতে গিরিবে ॥ হেন যে খেতের ঘাস দেখিছ তাবৎ । এলাহি ইহারে যদি দিলা এ চুরৎ । অতএব শুন থোড়া ইমান্দারগণ । তোমাকে কি তিনি নাহি দিবেন বসন ॥ অতএব আমরা কি খোরাক খাইব । আর বা কি পিয়া এই জান বাচাইব । কি পিন্ধিয়া টাকিবেক আপন বদন । এর লেগে ভাবা গোনা কোর না কখন ৷ মূৰুতের পূজা করে যেই সব জনা । এসব বাবতে তারা করে ভাবা গোনা । যে সকল চিজে আছে । তেরা দরকার । জানেন ভেস্তের বাপ আল্লা পরোয়ার ॥ খোদার বাদশাই আর দীনের সববে। ভাবা গোনা সকলের পহেলা করিবে ॥ তাহাতে সে সব চিজ তোমাকে মিলিবে । যে সব চিজেতে তেরা দরকার হইবে ॥ আনেওয়ালা রোজ তরে নাহিক ভাবিবে। নিজ তরে সে যে নিজে ভাবিত হইবে ॥ হরেক রোজের তরে নিজ ভার তার ৷ বহুৎ তাহার লেগে কহিলাম সার ॥ ৭ বাব। শাগরেদ লোকের প্রতি নসিহৎ । দোসরার বিচার দেখ কভি না করিবে । তাহৈলে তো