পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २२ ] তবে তোমাদের বাপ ভেস্তের মালেক । দিবে না কি ভাল চিজ যে তা মাঙ্গিবেক ॥ পরের যে ৰূপ কাম তোমরা চাহিবে । তোমরাও তাদের তরে তেমনি করিবে। সবব তেীরেথ আর নবীর কেতাবে । যাহা আছে এ তাহার খোলাসা জানিবে ॥ কম চৌড় রাস্ত দিয়া তোমরা টুকিবে। জাহান-নামের রাস্ত ফএল জানিবে৷ খারাবির দরোয়াজ খুব চউড়া হয় । তাহা দিয়া বহুত লোকেরা দুকে যায়। দরোয়াজ ছোট, পথ সৰু জিন্দেগীর। থোড়া লোকে জানে কিন্তু তাহার তাবির ॥ বাহিরে যে সব লোক ভেড়ার লেবাছে ৷ বাহানা করিয়া আসে তোমাদের কাছে ॥ ভিতরেতে গিলনেওলা কেন্দ্রয়ার মত। এ হেন ফেরেব নবী আসিবেক যত ॥ হুশিয়ার হবে কিন্তু তাদের বাবতে । ফল দ্বারা তাহাদিগে পাবে পছানিতে ॥ কাটাওয়ালা গাছ দেখ হয় যে সকল । তা থেকে কি পাড়ে কেহ আঙুরের ফল। শিয়াল কাটার গাছ হইতে কখন । পাড়ে কি ভুমুর ফল কভি কোন জন। এ ছুরতে ভাল গাছ ভাল ফল ধরে । আর দেখ বুরা ফল ফলে বুৱা পেড়ে। ভাল গাছে বুরা ফল কভি নাহি ধরে । ভাল ফল নাহি কভি ফলে বুরা পেড়ে। যে গাছেতে ভাল ফল নাহিক ফলিবে । কেটে কুটে সেই গাছ আগে ডালা যাবে। অতএব তোমরা যে ফলের মাফতে । পরিবেক সে সবেরে পছানিয়া লিতে ॥ খাবিন্দ থাবিন্দ, বল্যে মোরে ডাকে যারা । বেহেস্তে দাখেল নাহি হবে সবে তারা। আম্মানী বাপের মোর হুকুম সকল । যেই যেই শকশ করে হামেশ আমল ৷ মেরা এই