পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २d ] ইহার । মেহের করিয়া কর হুকুম জাহের ॥ তাহাতেই চাঙ্গ হবে বান্দা গোলামের । আমি নিজে হুই দুৰ্ঘরার তাবেদার। আবার লঙ্কর লোক তাবেতে আমার ॥ আমি যাকে যাও বলি, বেষক সে যাবে । আমি যাকে এস বলি বেষক আসিবে ॥ এই কাম কর ইহা বলিলে বান্দারে। বেওজর সেই শকশ সেই কাম করে। আরজ করিলে সুবেদার এ ছুরতে । তাজ্জব মানিলা ইসা আপন দিলেতে ॥ সাথে যত আদ্‌মি ছিল কহিলা তাদেরে । ঠিক বাৎ এই আমি কহি সবাকারে। ইস্রেলের বিচে দেখ আছে যত জন । পাই নাই কাৰু কাছে ইমান এমন। আর আমি সাফ কহি শুন দেল দিয়া । পুৰুব পশ্চিম হৈতে বহুতে আসিয়া। ইব্রাহীম, ইসাহাক য়াকুবের সাথে । বেহেস্তেতে বসিবেক সভে এক সাথে ॥ রাজ্যের লড়কীগণে আখেরে দেখিবে । বাহেরে যে আগে আছে তাতে ডালা যাবে ॥ বড় পেরেশান সেথা সাফ কহিতেছি । সেখানেতে রোণা আর র্দীত খিচি মিচি ৷ এহা বাদে ইসামসী খোশাল হুইয়। সুবেদার তরে ইহা দিলা ফর্ম্মাইয়৷ যাও সুবেদার জেছা করিলে এতবার। তাহার মাফেক ফল হউক তোমার। ইসামসী এই বাৎ যদি ফর্ম্মাইল । তদৃঘড়ি তার বান্দা চাঙ্গা যে হইল । পিতরের শাস ওগয়রহকে চাঙ্গা করন । এছা বাদে পিতরের মকানে আসিয়া ! দেখিল তাহার শাস রয়েছে পড়িয় ॥ বোখারেতে কাবু হৈয়। সে শুইয়াছিল । দেখিয়া মসীহ তার বদন ছুইল ॥ তাহাতে বেমারি তার তখনি ছুটিল । উঠিয়া সে খাবিন্দের খেদমৎ করিল। 8