পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २७ ] তাবাদে সাঞ্জের ওক্ত যখন হইল । বহুৎ দেওয়ান তার কাছে আনা গেল। বাতের মাফতে খালি মসীহ তখন । ছাড়াইলা তাহদের হৈতে ভূতগণ ॥ হরেক বেমারি লোক অএছ ছুরতে । আরাম করিলা তিনি বাতের মাফতে। এগুনেতে ইসাইয়া নবীর মাফতে । কছা গেল যেই বাৎ পুর। হৈলো এতে ॥ “আমাদের কম জোরি সব তিনি নিল । মোদের বেমারি যত আপনি সহিল ॥” ইসার শাগরেদগণের কাম । বহুত লোকের ভিড় দেখে চারি ভিতে । সুমুদ্রের দোশরা পারে কহিলা যাইতে ৷ কোনই কতেব লোক আসি সে ওখতে । ইসার নজদিকে দেখ লাগিল কহিতে ॥ আয়, খোদাবন্দ তুমি যাবে যে জাগাতে । আমিও ভি সেই খানে যাব তেরা সাথে ॥ তাহাতে কহিলা ইসা সে শকশের কাছে । শিয়ালের তরে দেখ তার গাঢ়া আছে। বাসা আছে আত্মানের চিড়িয়াগণের । মাথা থুতে জাগা নাই আদৃমির পুতের। আপন শাগরেদ এক কহিল তেনারে । বাপের কত্ত্বর দিতে ছেড়ে দেও মোরে। বাপের কত্ত্বর দিতে হুকুম চাহিলে । ইস মসী তার তরে এবং কহিল। আমার পিছনে আসা তেরা বেহে তর । মুর্দারাই দিক গিয়া মুর্দার কবর। ইসার তুফান আমজাইবার বয়ান । বাদে ইসামসী যবে নাএতে উঠিল। শাগরেদ সকলে তার পিছনে চলিল। তাহাতে তুফান বড় সমুদ্রে উঠিয়া । তুফানে তুফানে নাও গেল যে ঢাকিয়া। লেকিন শুইয়া