পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ২৯ ] হে চলিয়া ॥ তাহাতে তদৃঘড়ি সেই অরন্ধাঙ্গী উঠিয়া । আপনার মকানেতে গেল যে চলিয়া ॥ অএছা আজব কাম হেরিয়া আঁখেতে । তাজ্জব মানিল লোকে আপন দিলেতে ॥ খোদা যে আদমিরে এয়ছ। মকদর বকশিল । এর লেগে তার ঢের তীরেফ করিল। মথিকে ইসার ডাকিবীর বয়ান । সে জাএগা হইতে ইসা যাইতে যাইতে । হাজের হইল শেষে মাশুল থানাতে। মথি নামে শকৃশ সেথ আছিল বসিয়া । বয়ান করিল ইসা তাহারে ডাকিয় ॥ মেরা সাথে পিছে এস বলিয়া ডাকিল । তাহাতে মথিও তার পিছনে চলিল । তহশীলদার ও গুনাহগারদের সাথে ইসার খান খাইবার বয়ান । পরে ইসামসী দেখ ঘরেতে ঢুকিয় । থানা খাইবার তরে গেলেন বসিয়া ॥ হরেক গুনাহগার সেখানে আছিল । তারাও তাদের সাথে থানাতে বসিল ॥ তাহাতে ফিৰুণীগণ এ সব দেখিয়া । শাগরেদ লোকেরে তার কছিল ডাকিয়া ॥ তোমাদের মুরশেদ কিশের লাগিয়া । তশীলদার গুনাগার মজলিশে বসিয়া৷ ইহারা যে বদ লোক সাথে ইহাদের । বেওজর খান পিনা করিছেন ফের ॥ তাহাদের এই বাৎ মসীহ শুনিয়া । কহিলেন তাহাদেরে জওয়াব করিয়া ॥ যাদের বিমার নাই, দেখ তাহদের । কিছুই দরকার আর নাহি হকিমের ॥ লেকিন বেমারি আছে যে সব লোকের ৷ তাদের দরকার কিন্তু আছে হুকিমের। আমিত পেয়ার নাহি করি