পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ રોના ] মরিল তেজে পানিতে গিরিয়া ॥ নেগাহবানেরা গিয়া শহরেতে ফের ! দেওয়ান লোকের কথা করিল জাহের ॥ তাহাতে যতেক লোক মসীহের সাথে । মুলাকাৎ করিবারে এলো বাহিরেতে ॥ দেখিয়া তাহারা তারে বহুৎ মিন্নতে কহিল র্তাহারে নিজ দেশ হৈতে যেতে । ১ বাব এক অদ্ধাঙ্গিকে ইসার চাঙ্গা করিবার বয়ান । ইহা বাদে পীর হৈয়া মসীহ নৌকাতে । পরে তিনি আইলেন আপন বস্তীতে ॥ আছিল অরদ্ধাঙ্গী এক খাটের উপরে ৷ আনিল লোকের তীরে ইসার হুজুরে। তাহাতে মসীহ দেখে তাদের ইমান । অরদ্ধাঙ্গীর তরে ইহা করিল। বয়ান। আয় মেরা বেটা তুমি খাতেরজমা রহ। মাফ করা গেল দেখ তোমার গুনাহ ৷ এই বাৎ শুনে সাফি লোকের ভাবিল। তবে এই শকশ দেখ কুফর বকিল ॥ ইসামসী তাহাদের বুঝিয়া গুমান । তাহদের তরে অএছা করিলা বয়ান ॥ কিসের সববে দেখ তোমরা সকলে । বদগুমান করিতেছ নিজ২ দেলে। মাফ করা গেল দেখ তোমার গুনাহ । ইমানে উঠিয়া তুমি এখন ফিরহ ॥ দেখ এই দোন বাতের দরমিয়ান । কোন বাৎ ফর্ম্মাইতে আছয়ে আছন। লেকিন মাক্ষিতে গুনা এই দুনিয়ার । মকদুর আছে যে এই আদ্‌মির বেটার। ইহা জেছা তারা সবে পারে সমবিতে । এর লাগি অরদ্ধাঙ্গীরে লাগিলা কহিতে ॥ উঠ বেটা, উঠে তেরা পালঙ্গ লইয়া। আপন মকালে তুমি যাওঁ