পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩৫ ] দেখ তোর মেরা নামের সববে। লোকের নজদিকে বড় নাকরতি হবে। কিন্তু যে আখের তক রহে পাএদার । আথেরে নজাং দেখ হুইবে তাহার। যদি এক শহরেতে তারা ছাতাইবে । দেশের শহরে তোরা পলায়া যাইবে ॥ সচ বাং আমি কহিতেছি তেরা তরে। ইস্রায়েল মূলুকের বেবাক শহরে। না হৈতে খতম তোমাদের শফরের। ইবনে ইনসান দেখ আসিবে খয়ের ॥ শাগরেদ না হয় বড় উস্তাদ হইতে । বান্দা নাহি হয় বড় খাবিন্দের চেতে ॥ শাগরেদ আগের হয় উস্তাদ বরাবর । তাহৈলে তাহার তরে হয় বেহুেতর ॥ বান্দ যদি থাবিন্দের মত হৈতে পারে । অএছা হইলে মুই বশ বলি তারে ॥ ঘরের মালেক দেখ যে জন হুইল । আগর তাহারা তারে বালসিবুব বলিল। তাহৈলে তেনার লোক যে সব হইবে। সে সবেরে তারা বল কি নাহি কহিবে। লেকিন কোর না ডর তোরা তাহদের । অএছ টাকা কিছু নাই না হবে জাহের । আর দেখ যাহা নাহি মালুম হুইবে । অগ্রছ পোশিদ হৈয়ে কিছু না রহিবে। আন্ধেরাতে আমি যাহা কহি তোমাদের । তোমরা রোশনিতে তাহ করহ জাহের। কানা কানি কোরে যাহা পাইছ শুনিতে । করহ ওয়াজ তাহ ছাং পর হৈতে ॥ যাহারা বদল তেরা পারে মারিবারে । ৰূহকে মারিতে নাহি এক্তিয়ার ধরে। দহশৎ তুমি নাহি কর তাহদের । লেকিন বদন ৰূহ এই দেীন ফের ॥ দেজোখে ডালিয়া পারে হল্লাক করিতে। তেনারে ছেরেফ দেখ হয় যে ডরিতে। দেখ এই দুই দুই গুরেয়া চিড়িয়া । এক এক পয়সাতে কি যায় না বিকিয়া। তোদের বাপের কিন্তু হুকুম বেগর । একটা ভি পঞ্জে নাকো জমীনের পর ॥ যে সব রয়েছ বাল তেরা শির