পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s 3 ] শাই খোদার । পেঞ্চিলেক তোমাদের নজদিকে সবার। আর দেখ যেই শকশ হয় জোরদার । আগেতে চুকিয়া কেন্তু ঘরেতে তাহার ॥ ধরিয়া তাহরে যদি আগে না বান্ধিবে । তা হৈলে আসবাব ভার কেমনে লুঠিবে। যে কোন শকুশ নহে মেরা তরফদার। সেই শকৃশ মোখালেফ বেশক আমার। আর যেই শকশ মেরা সাথে না কুড়ায় । বেওজর সেই শকশ ছেরেফ ছড়ায়। আদ্‌মিতে যে সব গুনা ও কুফর করে । বেবাক হইবে মাফ কহি তোমাদেরে ॥ লেকিন যে গুনা করে ৰূহের খেলাফ । হুরগিজ সেসব গুনা হইবে না মাফ { যে বা কহে বাৎ চিড়ি আদ্‌মির বেটারে । সে গুনার মাফি সেই শকশ পেতে পারে। ৰূহ কদূসের বরথেলাফে যে জন । বাৎ বলে করে ভারি গুন আচরণ। এই জিন্দগীতে কিম্বা সামনে জমান। সে শক্শের গুনা কভি মাফ হইবে না। গাছকে আগর দেখ আচ্ছা বলা যায় । গাছের ফলকে আচ্ছা বলিতে ভি হয়। গাছকে বলিলে বুরা ফল যে তাহার । তাহারে ভি বুরা বলা লাজেম তোমার ॥ সবব দেখহু তুমি ফলের মারফতে । কেবল পারিতে পার গাছ পছানিতে ॥ সাপের নছল তোমরা বুরী হওয়াতে । আচ্ছা বাং কহিবারে পার কি ছুরতে ॥ সবব দেলের যে বহুতি মোতাবেক । মুখ হৈতে তোমাদের বাৎ নিকলিবেক ॥ দেলের উবচানি হৈতে নেকী লোকগণ । নিকালে যে নেকী চিজ শুন বিবরণ ॥ বদীর দেলের বদ উবচানি হইতে । নিকালয়ে বদ চিজ হরেক ছুরতে। লেকিন বেহুদী বাৎ লোকে যত কবে । রোজ কিয়ামতে তার হিসাব দিতে হবে। সবব তুমি যে নিজ বাং মোতাবেক। বেকশুর কি কণ্ডরবন্দ সেথা হইবেক ॥