পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 8१ ] এক কিস্তিতে উঠিয়া । লোক সবে কিনারাতে রৈল খাঢ় হৈয়া। তবে তিনি তাহাদিগে তমসিলের সাতে । বহুৎ২ বাৎ লাগিলা কহিতে ॥ এই ৰূপে ইসা তাহাদিগকে বলিল । এক শকুশ বীজ বুনিবারে খেতে গেল। আর দেখ সেই বীজ বোনার বখতে। পড়িল কতক বিজ রাস্তা কিনারাতে ॥ তাহাতে আবার সব চিড়িয়া আসিয়া । খাইয়া ফেলিল বিজ খুটিয়াই ॥ থোড়া বিজ পাথরিয়া জমিতে পড়িল । থোড় মাটী ছিল বলে উগিয়া উঠিল। লেকিন শুৰাজ উঠে গেল যে জলিয়া । আর না বসাতে জড় গেল শুখাইয়৷ কাটার বিচেতে থোড়া বিজ যে পড়িল । তাহাতে বাঢ়িয়া কাটা দাবিয়া রাখিল ॥ পড়িলেক থোড়া বিজ আচ্ছাই জমিনে । তাহাতে দেখহু ফের তার দরমিয়ানে ॥ থোড়া শওগুণ, আর ষাট গুণ থোড়া । কতক তিরিশ গুণ ফলে হৈলো পোরা। শুনিবার তরে কান আছয়ে যাহার । শুনে লিক সেই শকশ এ বাৎ আমার ॥ - তমসিলের মানে ভাঙ্গিবার বয়ান | তাবাদে শাগরেদ লোক নজদিকে আসিয়া । পুছিল তাছারে এই সওয়াল করিয়া। কিশের সববে তুমি তমসিল মাফাত । কহিতেছিলেক বাৎ তাহীদের সাথে। কহিলা জওয়াবে ইসা শুনরে হাওলাং । আম্মানি রাজের আছে পোযিদা যে বাং। পেয়েছ তাকৎ তোরা তাহা জানিবারে । নাহি গেল দেওয়া কিন্তু তাই উহাদেরে। সবব যে শকশের নজদিকে রহিবে । আরও ভি তাহার তরে বকৃশিশ হুইবে ॥ তাহাতে দেখহ জেয়দা হইবে তাহার। লেকিন রহে না ফের