পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

89 | নজদিকে যাহার। যাহা আছে তাছা তার নজদিক হইতে । জৰুর হইবে ফের ফিরিয়া লইতে ॥ তমসিলে তাদের সাথে আমি বাৎ কই । তমসিলেতে কহিবার সবব যে এই ॥ দেখেভি দেখে না তারা শুনেভি না শুনে। বুঝেভি বুঝে না তারা এহার কারণে ॥ য়িশায়িয় এই নবুয়ত কহেছিল । তাছাদের দ্বারা তাহা পুরাই পাইল৷ “তোমরা শুনিবে কানে কিন্তু বুঝিবে না। “ দেখিবে আঁখেতে কিন্তু জানিতে পাবে না। সবব ইহারা * যদি আঁখেতে দেখিয়া । কানেতে শুনিয়া আর দেলেতে “ বুঝিয়৷ তেীব করে, তবে করি আরাম হাসেল। এ “ লাগিয়া মোটা আছে তাম্বাদের দেল ॥ শুনিবার তরে তারা ** কান করে ভারি । দেখিবার বেলা থাকে আঁখি বন্দ করি ।” মোবারক বলি তেরা কান আর আঁখে । সবব সে কান শুনে আর আঁখ দেখে। তোমাদেরে সচ কর্যে কহি আমি ইহা । দেখিতেছ তোমরা সকলে যাহা যাহা ॥ বহুং নবিরা আর সাদেক লোকেতে দেখিতে উমেদ কর্যে পায়নি দেখিতে ॥ তোমরা আবার যাহা পাইলা শুনিতে। শুনিতে চেয়েভি তারা পায়নি শুনিতে ॥ শুন বীজ বুনিয়ার তমসিলের মানে । বাদৃশাহির বাৎ শুনে যদি কোন জনে ॥ না যদি বুঝিতে পারে শয়তান আসিয়া। তার দেলে বোন বীজ লেয় ছিনাইয়৷ এহুিত লোকের দেলে এয়ছা ছুরতে । পড়ে থাকে সেই বীজ রাস্তা কেনারাতে ॥ যার দেলে গিরে বীজ পাথুর্য মাটীতে । সে শকশ এয়ছা যেবা খুষি থোষালিতে। কলাম কবুল করে শুনে যে ওখতে । লেকিন তাহার দেলে জড় ন৷ বসাতে ॥ থোড়াই বখৎ থাকে দেলেতে তাহার। বাদে সেই কলামের সববে আবার। তসদি বা জুলুম যদি ঘটে তার