পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ¢२ ] রাখিয় তাহা খুশিতে যাইয়া। আপনার মালামাল বেবাক বেচিয়া। সেই থেত কিনে সেহ আখেরে যাইয়া। আসমানের বাদশাহং এই রকমের । দৌলতের বরাবর জানিবেক ফের । এক শেীদাগরের তসসিল । শোদাগর ভাল মতি দুড়িতেই । দামি এক মতি শেষে পাইল দেখিতে ॥ আপনার মালামাল বেবাক বেচিয়া । সেই দামি মতি শেষে লইল কিনিয়া। আসমানের বাদশাহৎ জানিবে খয়ের । বরাবর হয় এই শওদাগরের ॥ এক জালের তসসিল । হরেক রকম মাছ জড় করিবারে । যে রকম টানা জাল ফেলে সমুন্দরে। আমানের বাদশাহৎ সে জালের মত । অই জাল ভর পোর হৈলে লোক যত ॥ কেনারাতে উঠাইয়া বসিয়া২। আচ্ছা২ মাছ লিয়া চুনিয়া২। সেই সব রেখে দেয় খালুইর বিচে। খারাব যতেক মাছ ফেলে দেয় পিছে। দুনিয়ার আখেরিতে অএছা ঘটিবে । সে ওখতে আসমানের ফুস্তারা আসিবে। নেকিদের বিচ হৈতে চুনিয়া২। বদ লোকগণে দিবে তুহুরে ফেলিয়া। দাতের কিড় মিড়ি আর কোন্না বেশুমার । সেই ত জাএগাতে দেখ হইবে আবার ॥ । বুঝেছ কি এ সকল মসীহ পুছিল । বুঝিয়াছি খোদাবন্দ তাহারা কছিল। যে গিরস্থ গোলাঘর হইতে নিজের । নয়। ও পুরানা চিজ করয়ে বাহের ॥ শিখায়৷ কাতিব যত আসমানী রাজের । তাহারাও বরাবর এই গিরস্থের। এই সব তমসিল আখের করিয়া । দেশের জাএগাতে