পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ & 8 | আপন দেলেতে । লেকিন দেলের বিচে হেরোদ ভরিত । এহিয়ারে নবি বল্যে লোকেরা মানিত ॥ আইলে জনম দিন হেরোদ বাদশার 1 তাহাতে দেখহ ঐ বেটী হেরোদার ॥ মজলিসের বিচে এসে নাচ যে করিল । তাহাতে হেরোদ রাজা খোসালিত হৈল। এহার সববে সেই বাদশাহু উঠিয়া। কড়ার করিল তারে কছম খাইয়৷ আমার নজদিকে তুমি যে চিজ মাঙ্গিবে । তাছাই তোমার তরে আলগৎ মিলিবে। মাএর তালিম মোতাবেক সেই বিবি । তবে ত বাদশার কাছে মাঙ্গে এই খুবি ॥ বাপ্তিস্মা দেনেওয়াল এহিয়ার শেরে । রেকবে করিয়; তবে দেলাও আমারে ৷ এহাতে বাদশাহ দেলে উদাশ হুইল । লেকিন খানাতে যত লোক বস্যে ছিল। আপন কছম আর খাতিরে তাদের । হুকুম করিল তাহা দেলাতে আখের ॥ কয়েদ খানাতে ফের লোক ভেজাইয়া । এহিয়া নবির শির আনিল কাটিয়৷ রেকবে করিয়া কল্লা সে লড়কিরে দিল । তবে সে মাএর কাছে তাহ লিয়া গেল। বাদে এহিয়ার সব শাগরেদ আসিয়া । কস্বর দিলেক তার লাশ লিয়া গিয়া ৷ পহুঞ্চিয়৷ তারা ফের ইসার নজদিকে । এ সব খবর সবে দিলেক তাহাকে ৷ এই সব বাৎ শুনি নৌকাতে করিয়া। সেই জাএগ হৈতে ইসা রওনা হইয়৷ পোষিদীয় চল্যে গেলা এক বিয়াবনে । লেকিন লোকেরা ফের এ খবর শুনে ॥ আসিয়া তাহারা হর শহর হইতে । পাওদলে চলি গেল তার পিছনেতে৷ ইহা বাদে ইসামসী বাহেরে আসিয়া । লোকেদের বড় ভিড় সেখানে দেখিয়া ॥ তাহদের পরে নিজে করিয়া রহম । তাদের বেমারিগণে করিলা আরাম। সাঞ্জ হৈলে পরে তার