পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I go আসিয়া যে থাকে। আর এর মানে মোরে সেরেফ ওঠেতে । লেকিন তফাতে দিল থাকে আমা হৈতে ॥ আদমির হুকুম তারা নীহৎ বলে। শিখাইয়া থাকে তাহা দোশরা সকলে ॥ আমার বন্দেগী তারা করে যেই সব । কাজেই তাদের তাতে নাহিক ছণ্ডাব ॥ পরে তিনি জমাওৎ লোকেরে ডাকিয়া । কহিলেন বুঝ ইহা তোমরা শুনিয়া। যে সকল চিজ যায় মুখের ভিতরে । আদমিরে নাপাক নাহি তাহা কভি করে। মুখের ভিতর হৈতে যাহা বাহিরায় । আদ্‌মিরে তাহাই খালি নাপাক বানায়। ইহাতে নজদিকে এসে তার শাগ রেদের । কছিল এবং শুনে ফিৰুণী লোকেরা। দেলের ভিতরে বড় ঠোক্কর খেয়েছে । আপনাকে ইহা কি গে মালুম হৈয়েছে। জওয়াব করিয়া ইসা কহে তাছাদের । লেকিন দেখহ মেরা বাপ আত্মানের। নাহি বুনিলেন তিনি যেই চারা সবে । সে সকল চারা দেখ উখড়ান যাইবে ॥ উহাদের তোরা সবে দেও থাকিবার । আন্ধাদের হয় ওরা আন্ধ। রাহুবার। কিন্তু আন্ধা যদি রাহা আন্ধারে বাতায় । তাহা হৈলে দোন জন গিরিবে গাঢ়ায়। পিতর জওয়াব করি কহিল তেনারে । এ তমসিল বুঝাইয়া দেও আমাদেরে। ইস কহিলেন দেখ তোমরা সকল । আজ তক বুঝি তবে আছ বেআক্কল। বুঝ না কি এই বাৎ তোমরা সবায় । মুখের ভিতরে দেখ যেই চিজ যায়। পেটেতে যাইয়৷ তাহা পাএখানায় পড়ে। কিন্তু মুখ হুৈতে যাহা আইসে বাহেরে। দেলের ভিতর হুৈতে তাহ বাহিরায় । আদমিরে তাহাই খালি নাপাক বানায়। দেল হৈতে খুন জেনা চুরি ও হারাম । কুফর খেয়াল বুরা আইসে তমাম ॥ আদ্‌মিরে