পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৬৭ ] আমার নজদিকে তারে আন এ জাগাতে । তাহাতে মসীহ তারে ধমক দেওয়াতে ॥ তার বিচ হৈতে ভূত ছাড়িয়া ভাগিল । তদঘড়ি সেই লড় কী আরাম হইল। ছিপায়। শাগরেদগণ ইসার নজদিকে । আসিয়া এৰূপ তারা কহিল তেনাকে ৷ আয় খোদাবন্দ মোরা কিসের হেতুতে ৷ ছাড়াইতে নাহি পারিলাম ঐ ভূতে ॥ ইসা ইহা কহিলেন তাহাদের সবে । সে যে তোমাদের বেইমানির সববে। সচ তোমাদের কাছে করি এ বয়ান । রাইএর দানার মত থাকিলে ইমান ॥ তবে “এজাগা হইতে ও জাগায় যাও।” পাহাড়কে ডাকিয়া যদি অএছা বাতাও ॥ তবেত সে সেই ঘড়ি চলিতে থাকিবে । তেরা তাকতের বাইরে কিছু না রহিবে। কিন্তু দেখ রোজা আর দোয়ার সেওয়ায় । অঞছা রকম ভূত ছাড়ান না যায়। আপনার মোতের বাবতে শাগরেদগণের কাছে নবুয়ত করিবার বয়ান । গালিলেতে র্তাহাদের ফিরিবার কালে । ইসা মসী কহিলেন তাদের সকলে ॥ আদমির বেটারে তোরা পাইবে দেখিতে । সুপর্দ হইতে হবে মানুষের হাতে ॥ তাদের মারফতে ফের কতল হইবে । তেশরা রোজের রোজ আবার উঠিবে। তাদিগে মসীহ যদি এবাৎ কহিল । তাহাতে তাহার বড় উদাস হইল। কফরনাস্থমে তারা আসিল যখন । পিতরের কাছে এসে তশীলদারগণ ॥ সওয়াল করিয়া কহে ওস্তাদ তোদের । খাজানা কি দিয়া থাকে এই হৈকলের ॥ ই তিনি মাশুল দেন এবাৎ কহিয়া । পিতর ঘরের