পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৬৬ ] নারিল ॥ তাবাদে পাহাড় হৈতে নামিল যখন। তাদেরে হুকুম ইস দিলেন এমন ॥ মুরদাগণের বিচ হুৈতে যে লাগাং । না উঠে আদমির বেটা তোমরা তাবৎ ॥ এই যে মাজেজা সবে দেখিলে এখন । না কহিও কাৰু কাছে এর বিবরণ ॥ তাহার শাগরেদগণ র্তাহার নজদিকে । সওয়াল করিয়া ইহা পুছিল র্তাহাকে। পহেলা আসিবে এলি, কাতেব সকলে । কিসের লাগিয়া তবে এই বাৎ বলে ॥ তাহাতে মসীহ কহে জওয়াব করিয়া । এলিয় নবি যে দেখ পহেলা আসিয়া ॥ বন্দোবস্ত কর্যে সব কায়েম করিবে । এই বাৎ সাচ্চা হয় তোমরা জানিবে ॥ কিন্তু আমি কহিতেছি তোমাদের কাছে। এলিয় আসিয়া দেখ চলিয়া গিয়াছে ॥ আর দেখ লোকে তারে নাহি চিনিলেক । করিল তাহার পর মরজি মোতাবেক ॥ আর দেখ ফের তাহাদিগের নজদিকে । সেই দুঃখ পেতে হবে আদমির বেটাকে ৷ এছিয়ার তরে তিনি এবাৎ কহিল । তাহার শাগরেদগণে ইহাই বুঝিল ॥ এক দেওয়ানা শকশকে ইসার আরাম করিবার বয়ান । তাবাদে ভিড়ের কাছে আইলা যখন । তার কাছে হাটু পেতে কহে একজন ॥ আয় খোদাবন্দ দেখ এই বেটা মোর। মেহের করহ তুমি ইহার উপর। বহুৎ তজদিয়া পায় মির্গি বেমারিতে ॥ হরদফে পড়ে গিয়া আগুনে পানিতে । শাগরেদগণের কাছে লিয়া গেনু তারে । নারিল তাহার তারে চাঙ্গা করিবারে। তবে জওয়াবেতে ইসা করিলা বয়ান । আয় বেইমান আর নারাস্ত ইনৃসান। আর কত রোজ আমি তেরা সাতে রব । আর তোমাদের ভার বরদাস্ত করিব ॥