পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ १० ] না কি আপনার হারান ভেড়ীরে ॥ ঠিক কহিতেছি যদি সে ভেঁড়ী সে পায় । তাহৈলে যে নিরান্নই ভেড়ী না হারায় ॥ সে সব চাহিয়া এই ভেড়ীটার তরে। বেশী খুশি হয় সেই কহিনু সবারে। সেই ৰূপ জানিবেক তোমরা বেশক । এই ছোটদের কেহ হয় যে হাল্লাক ॥ তোমাদের আত্মানের বাপ যিনি হয় । অএছা তাহার মরজি কভি নাহি রয় ॥ কোন ভাই যদি কণ্ডর করে, তবে তাহার সাথে কি রকম করা লাজেম, এই বাবতে ইসার নসিহৎ দিবার বয়ান । আগর তোমার ভাই তোমার গোচরে । কোনই ছুরতে কোন দোষ ঘাইট করে। তাহৈলে তোমাতে তাতে দুজনে থাকিয়া । তাহার কণ্ডর তারে দেহ বুঝাইয়া৷ আগর তোমার বাৎ শুনে সেই জন । হাসেল করিলে তুমি ভাইকে আপন॥ লেকিন আগর নাহি শুনে তেরা বাৎ। আরও দুই এক জনে লিয়া যাবে সাৎ ৷ “দুই কিম্বা তিন গণ্ডাছির মারফতে । পরিবে হরেক বাৎ সাবুদ হইতে ॥” তাহদের বাৎ সে নামানে আগর। তবে জমাওৎ লোকে জানাও খবর ॥ জমাওতের বাৎ ভি যদি নাহি মানে। তাহা হৈলে তুমি ইহা জানিবেক মনে ॥ বুৎপরস্ত ও তশীলদার যেই সবে । তোমার নজদিকে সে তাদের মত হবে। সচ কহি দুনিয়াতে তোরা যা বান্ধিবে । আত্মানের বিচে তাহা বান্ধ ভি যাইবে ॥ তোমরা এ দুনিয়াতে যাহা খুলে দিবে। আত্মানের বিচে তাহ খোলা ভি যাইবে ॥ ফের তোমাদেরে আমি করি এ বয়ান । তোমাদের দুই জন হৈয়া এক জান ॥ এই দুনিয়াতে তারা যে দোয়৷ মাঙ্গিবে । আসমানি বাপের দ্বারা তাহা করা যাবে। দুই