পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ १२ } পাএতে পড়িয়া । কহিল তাহার কাছে মিন্নত করিয়া ॥ সবুর করহ তুমি আমার উপরে । তেরা পাওনা গণ্ড সব দিব শোধ কর্যে ৷ ইহাতে সে শকশ দেখ রাজী না হইল। করজ আদায় তক ফাটকে রাখিল ৷ দেখিয়া অঞছা কাম সঙ্গী বান্দাগণ । উদাস হুইল বড় দিলের কারণ ॥ খাবিনের কাছে তারা হইয়া হাজের ৷ বয়ান করিল এই বেওরা আখের। খাবিন্দ ডাকিয়া তবে কহিল তাহাকে । আয় বুরা বান্দা তুমি আমার নজদিকে। মিন্নং করিয়াছিলা সববে তাহার। বেবাক করজ মাফ করিনু তোমার ॥ করিনু মেহের জএছ৷ তোমার উপরে । অঞছাই মেহের সঙ্গী বান্দাদের তরে। ছিল না কি ইহা করা লাজেম তোমার। ইহা কহি গোসসা হইয়া খাবিন্দ তাহার। যব তক নিজ পাওনা আদায় করিল। তব তক দারোগারে সুপর্দ করিল। তোমরা হরেক জন অএছা ছুরতে । আপন আপন দেল জাহানের সাতে ॥ তেরা ভাই তেরা কাছে যে কণ্ডর করে । সে কণ্ডর মাফ যদি নাহি কর তীরে ॥ আমার আত্মানি বাপ সবার মালেক । কার বেন তোমাদের সাতে এ মাফেক। ১১ বাব । বিমারি লোকদিগকে অীরাম করিবার বয়ান । এই সব বাং ইসা খতম করিয়া। গালিল মুলুক্ত হৈতে রওনা হইয়। জর্দনের পারে তিনি চলিয়া যাইয়া । এহুদার সীমানায় পহুছিলা গিয়া। সেথায় ভি ঢের লোক র্তার পিছে গেল। মসীহ তাদের সবে আরাম করিল। বাদে