পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৭৬ ] ইজেলের বারো ঘরানার । তক্তেতে বসিয়া সবে করিবে বিচার। যেই কোন শকৃশ মেরা নামের কারণে বাপ ম৷ বহিন ভাই আর ভাইণণে । কিম্বা জব্রু লড়কা জমি যে সব ছাড়িবে। সে তাহীর শও গুণ বেষক পাইবে ॥ হামেশার জিন্দেগী যে আলপৎ জানিবে । সেই শকৃশ যে তাহার ওয়ারেশ হইবে ॥ লেকিন আগের লোক পিছেতে পড়িবে । পিছনের ঢের লোক আগেতে থাকিবে ॥ ২০ বাব । আঙ্গুরের বাগিচায় তমছিল । লাগাতে মজুর নিজ আঙ্গুরের খেতে । যে গিরস্থ ভোরে উঠে গেল বাহিরেতে। আত্মানের বাদশাহৎ এই জানিবেক । হয় ঠিক সেই ঘরওয়ালার মাফেক। মজুরগণের সাথে হর রোজ তরে। মজুরি এক এক সিকি বন্দোবস্ত কর্যে। ভেজিল মজুরগণে আঙ্গুরের খেতে । তাবাদে পহর এক বেলার বখতে ॥ বাজারেতে যবে সেই গিরস্থ পেীঞ্চিল । বেকার কয়েক জনে খাড়া যে দেখিল ॥ তাহাতে কহিল সেহ তাদের সবtয় । তোমরা ভি যাও সবে মেরা বাগিচায় ॥ যাহা হয় ওয়াজেব দেওয়া যাবে তাহা । আঙ্গুরের খেতে গেল শুনে তারা এহ৷ বাদে সে যে দুই তিন পহুরে যাইয়া । আসিলেক ঠিক সেই মাফেক করিয়া ॥ পহরেক বেলা ফের যখন আছিল । তখন আবার সেই বাহিরেতে গেল । দেখিল বেকার লোক সেথা খাড়া আছে । তাহাতে কহুিল সে যে তাহদের কাছে ॥ তোমরা তামাম দিন কিসের