পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৭৯ ] পেয়ালায় । পিয়া করিবারে নাহি মকদর তোমায়। আর দেখ যে রকমের বাপ্তিস্মায় । পাইবারে বাপ্তিস্থা হইবে আমায়। তাতে কি তোমরা পার বাপ্তিসা লইতে। তাহার কহিল মোরা পারি তা করিতে ॥ তাহাদিগে তিনি কহিলেন ইহা তবে । তোমরা মোর পেয়ালাতে পিয়া করিবে৷ আর ফের যে রকমের বাপ্তিস্মায়। পাইবারে বাপ্তিজ্ঞা হইবে আমায়। তোমরা ভি বাপ্তিসা পাইবে তাহাতে । লেকিন আমার সেই বাপের মাফতে ॥ তৈয়ারি হৈয়েছে জাগা যাহদের তরে। তাহাদের সেওয়া আর কোনই জনেরে ৷ ভাহিন অথবা বাও তরফে আমার । বসাইতে নাহি মোর কোন এক্তিয়ার। বাকি দশ শাগরেদ এ সব শুনিল ৷ শুনি দোন ভাই পরে নারাজ হুইল ॥ লেকিন ডাকিয়া কাছে সেই দশ জনে । কহিলেন ইসা মসী অএছা বয়নে ॥ পরজাতি লোকদের সরদার তাবৎ । তাহীদের পরে কর্যে থাকে হুকুমৎ ॥ উমরাও যাহারা তারা তাছাদের পরে। হুকুম চালায়ে থাকে মালুম তোমারে। অএছা নাহিক হবে তের দরমিয়ানে । কিন্তু তোমাদের বিচে যেই কোন জনে ॥ এরাদ রাখিবে দেলে হইতে সরদার। তবে সে পহেলা হউক ফর্ম্মাবরদার। পহেলা হইতে যেবা চাহে তোমাদের । তবে সে হউক বান্দ আগে সকলের ৷ এমৃসানের বেটা দেখ অএছা ছুরতে । খেদমত পেতে নয়, খেদমৎ করিতে। আর দেখ অনেকের নজাই কারণ । আসিয়াছে তিনি দিতে আপনার জান ৷ দুই আন্ধাকে আরাম করিবার বয়ন । ফিরিহো শহর হৈতে নিকোলয় যেতে । চলিল বহুত