পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ vs ] আসিছে তোমার রাজা তোমার নজদিকে। দেলেতে গরীব তিনি সওয়ার গাধীতে । বলকে সওয়ার তিনি গাধীর বাচ্চাতে ॥” বাদে ঐ শাগরেদের সেথায় যাইয়া। ইসার হুকুম মতে বেবাক করিয়া। বাচ্চাটী সমেত সেই গাধীকে আনিল । বিছায়ে কাপড় তাতে র্তারে চড়াইল ॥ বহুত লোকেতে কাপড়া পথে বিছাইল । কাটিয়া গাছের ডাল বিছাইয়া দিল ॥ আগে পিছে যানেওয়াল লোকেরা তখন । কহিলেক “জয় জয় দামুদ ফজদ। যে আসে খোদার নামে মুবারক হয় । বুলন্দ আম্মানে হউক জয় জয় জয় ॥” অএছ৷ পেঞ্চিলে তিনি যিৰূশালেমেতে । বড়ই হইল ধুম সারে । শহরেতে ॥ ইনি কে, তামামে এই সওয়াল করিল। তাহাতে জওয়াব করি লোকেরা কছিল। গালিলে শহর আছে নামে নাসরৎ । সেথাকার নবি ইনি কর সেলামৎ ॥ বাদে ইসা হৈকলের দরমিয়ামে গিয়া। হৈকলের বিচে সব লোকেরে দেখিয়া ॥ খরিদ বিক্রী কাম করিতে আছিল । মসী তাহাদের সব নিকালিয়া দিল ॥ বেণে আর কবুতর বেপারির টাট । উলটাইয়া দিল ইসা করিয়া চিৎপাট। আর তিনি কহিলেন তাহাদিগে তবে । “মের ঘর দোয়াঘর বলিয়া কওলাবে ॥” কেতাবেতে লেখা আছে অএছা খবর । কিন্তু ইহা করিয়াছ ডাকাতের খর। পরে আন্ধা লেঙ্গড়া লোক নজদিকে আইল । মসীহ তাদের সবে আরাম করিল। লেকিন লাড়ক লোক সেখানে থাকিয়া । জয় দায়ুদের বেটা কহে চিল্লাইয়া৷ ইমাম ও কাতেবগণ এ সব শুনিয়া । ও তীরে আজব কাম করিতে দেখিয় ॥ বেজার হইয়া তারা কহিল র্তাহারে । শুনিতে কি পাও এরা কহে কি তোমারে ॥ কহি >>