পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ャー ] মসাহের তরে সবে অএছ জিজ্ঞাসে ॥ এই কাম কর ভূমি কোন এক্তিয়ারে । সে এক্তিয়ার কহ কে দিল তোমারে। তাহাতে জওয়াব দিয়া কহিলেন ইসা । মুই তোমাদেরে করি এ কথা জিজ্ঞাসা ॥ ইহার জওয়াব যদি দেহ আগে মোরে । তাহা হৈলে আমিও বা কোন্‌ এক্তিয়ারে। করিতেছি তোমাদের কাছে এই কাম । তোমাদের তরে তাহ কহিব তামাম ॥ এছিয়ার বাপ্তিস্মা কোথা হৈতে হৈল । আস্মান কি আদমি হইতে আইল ॥ শুনিয়া আপোসে তারা লাগিল কহিতে । যদি কহি আসিয়াছে আসমান হইতে ॥ তবে এই শকশ এই সওয়াল করিবে । তা হৈলে ইমান আন নাই কি সববে। বলিতে আদমি হৈতে ডরি লোকগণে । সবব সবেই তারে নবি বল্যে মানে ॥ তাহারা জওয়াব দিয়৷ কহিল ইসারে । আমরা জানিনা কিছু কি কব তোমারে। তাতে কহিলেন তিনি তাছাদের তরে । আমি এই কাম করি যেই এক্তিয়ারে। কোথা হৈতে পাইয়াছি সেই এক্তিয়ার । তোমাদের কাছে কিছু কব না তাহার। ভমশিলের মার্কতে মলামত করিবার বয়ান । কিন্তু তোমাদের এতে কি মালুম হয় । কোন এক শকশের দুই বেট রয়। একের নজদিকে গিয়া সে ইহা বাতায় । আজ কর কাম গিয়া মেরা বাগিচায় ॥ লেকিন পহেলা যেতে নারাজ হুইল । তউ ভি করিয়া তেীবী আখেরেতে গেল। দোশরা বেটার কাছে বাদে সে যাইয়া । সেই মতে কহিলেক তারে ফর্ম্মাইয়া ॥ জওয়াবে কহিল যাব আয় জাহপনা । লেকিন আখেরে সেই বেটাও গেল না। বলত