পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ vv. 1 বল করে । তাছারা কহিল ইহা কৈসর রাজার। তবে যাহা কৈসরের দেহ কৈসরেরে । আর যা খোদার তাহা দেহ সে খোদারে। এই বাৎ শুনে তারা তাজব হইয়া । চলিয়া গেলেক সবে র্তাহারে ছাড়িয়া ॥ কেয়ামতের বীতে সওয়াল জওয়াব । রোজ কিয়ামৎ নাহি মানয়ে যাহারা । সেই ওক্তে এসে সেই সিদৃকি লোকেরা। বেঔলাদ যদি কেহ যায় ফেীত হৈয়া। ভাই তার কবিলারে বিবাহ করিয়া ॥ পএদা করিবে ঔলাদ ভাএর লাগিয়া । মুছানবি এ হুকুম গেছেন করিয়া। কিন্তু আমাদের বিচে সাত ভাই ছিল । সাদি কর্যে তাহদের বড়টা মরিল। বেঔলাদ ছিল সেই ইহার খাতিরে। ভাএরে সঁপিল তার নিজ কবিলারে। দেশের তেশরা হতে সাত ভাই তার । করিল তাহার সাথে সেই ব্যবহার ॥ সবের আখেরে সেই মরিল ঔরৎ । তবে মুরদাদের কেয়ামতের বখৎ। এ সাত জনের কার কবিলা সে হবে । সবব তাহারে সাদি করেছিল সবে। ইসা কছিলেন দেখ তোমরা কেবল । খোদার কুদ্রৎ আর কেতাব সকল। না বুঝিয়া ভুলিতেছ কেয়ামত বিতে । লোকেরা না করে শাদি না যায় শাদিতে। লেকিন আত্মানে গিয়া তাহারা বেবাকে । খোদার ফেরেস্তাদের বরাবর থাকে ॥ মুরদাদের উঠিবার বাবতে যে বাং ! তোমরা কি পড় নাই তাহা এ লাগtৎ ॥ “ ইব্রামের খোদ আমি, খোদ ইসহাকের । আর দেখ আমি হই খোদা যাকোবের ॥” খোদা নাছি হুন খোদ মুরদা লোকের । খোদ যিনি তিনি খোদ