পাতা:ইতিহাস-সার.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । సి సి কেহ পরাজয় করিতে পায়িৰে ন}, ཅུf་ཡོ সমুদায় ব্লটনের অধিপতি হইবে । এই কথা শুনিয়া তিনি সৈন্য সামস্ত লইয়। এডওয়াডের সহিত যুদ্ধার্থ অগ্রসর হইলেন, কিন্তু তাহার অধিক সৈন্য ছিল না, ভtহাতে ইংলণ্ডীয় সেনাগণ র্তাহাকে পরাস্ত ও হত করিল। ভবিষ্যদ্বক্তার। ওয়েলস দেশীয় রাজাকে যুদ্ধার্থ উপদেশ দিয়াছিল, এই জন্য এডওয়াড তাহাদিগকে একত্র করিয়া সকলের মস্তক-চ্ছেদন করিলেন । এই কর্ম্মে তাহার অভ্যন্ত অপযশ হইল । সংগ্রাম সমাপন হইলে এডওয়াড ওয়েলসদেশীয় প্রধান দিগকে আহবান করিয়া জিজ্ঞাসা করিলেন, এই দেশে জন্মগ্রহণ করিয়াছে, অথচ ইংরাজীভাষায় একটও কথা কহিতে পারে না, এমন ব্যক্তিকে তোযৱ। রাজা বলিয়া স্বীকার করিতে পার কি না । প্রধানের বলিলেন এমন ব্যক্তিকে আমরা অবশ্য রাজা বলিয়। স্বীকার করিতে পারি। ইহা শুনিয়া এডওয়াড আপনার শিশু পুত্রকে অনিয়ন করাইলেন । ঐ পুত্র ভৎকালে কায়রনাৰনে ভূমিষ্ঠ হইয়াছিল, তিনি ওয়েলসের যুবরাজ বলিয়া গৃহীত হইলেন । তদবধি ইংলণ্ডের রাজাদিগের জ্যেষ্ঠপুত্র হইলেই যুবরাজ নাম ধারণ পুর্ব্বক ঐ দেশের শাসন-কর্ম্মে নিযুক্ত হইয়।

  • tて等a