পাতা:ইতিহাস-সার.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । S t ক্ষণে ঐ স্থানে বিদ্যা-শিক্ষা উত্তমরূপ হইতেছে । বোধ হয় এই দেশ আরে ভাল হইবে । আয়লণ্ডে এই ক্ষণে একজন মহারাণীর প্রতিনিধি দ্বারা রাজকর্ম্ম সম্পাদিত হয় । ঐ প্রতিনিধির নাম ল’ড লিউটিনাটি । তদ্ভিন্ন চানসেলর, রাজসম্পাদক, ও এটণী জেনারল আছেন, ইহাদিগের দ্বারা রাজকর্ম্ম সম্পাদন হইয়া থাকে । - ১৮০ ০ অব্দে আয় লণ্ড দেশ ইংলণ্ডের সঙ্কিত সৎ মিলিত হয় । ১৮২৯ অষ্ণে কাথলিকদের মুক্তিপত্র স্বাক্ষরিত হয় । তদবধি কাথলিক মতাবলম্বী লোকের রাজ কর্ম্মে নিযোজিত হই যা থাকেন । ফানস রাজ্য । ফন্স দেশের পূর্ব নাম গাল । এবং তদেশীয় লোকের গাল নামে খ্যাত ছিল । খৃষ্টাব্দের ৩৯০ বৎসর পূর্ব্বে তাহারা রূমরাজ্য অtফ্রমণ করিয়া রূম নগর অধিকার করিয়াছিল, কিন্তু কেমিলস নামে রোমান সেনাপতি তাহাদিগকে ঐ দেশ হইতে দূরীক্লত করেন । - জুলিয়ম সিজরের সময়ে তাহাদিগের কতক সভাচরণ হইয়াছিল, কিন্তু তাহীদের রীতি প্ররতি বন্য