পাতা:ইতিহাস-সার.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । SS S ফরাশী সৈন্যগণকে ছিন্ন ভিন্ন ও ফান্স দেশের অতি শয় দুরবস্ত করেন । অতঃপর, ১৭১৫ অব্দে, চতুর্দশ লুইস পরলোক গমন করিলে, পঞ্চদশ ল ইস নামে পঞ্চম বর্ষীয় উrহার এৰু পৌত্র রাজদণ্ড ধারণ করেন । র্তাহার শৈশব প্রযুক্ত অরলিনসের ডিউক রাজ্যের কর্ম্মকর্ত্ত হন, তিনি অভ্যন্ত লম্পট ছিলেন । পঞ্চদশ লইস ৫৯ বৎসর রাজ্য ভোগ করেন। এই দীর্ঘকাল মধ্যে তিনি রাজ্যের কিছুমাত্র শুভচিন্তা করেন নাই, কেবল আত্মমুখে মত্ত ছিলেন, এই কারণ একনায়ক রাজতন্ত্রের প্রতি ফরাশীদিগের অত্যন্ত সৃণ জন্মে । তৃতীয় প্রকরণ —ফনিস দেশে রাজ্যবিপ্লব । পঞ্চদশ লুইস পঞ্চস্থ প্রাপ্ত হইলে, ষোড়শ লুইস নামে র্তাহার পৌত্র রাজা হন । এই রাজার বিশেষ রাজকীয় গুণ ছিল না, কিন্তু ডাহার দয়ালু স্বভাব, সরল অন্তঃকরণ, এবং মন অতি পরিস্কার ছিল। এই রাজ৷ মেরী এন্টনেট নামে আন্ত্রিয় দেশীয় এক যুবতী রাজকন্যাকে বিবাহ করিয়াছিলেন । ঐ রাজকন্য। পরম