পাতা:ইতিহাস-সার.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার 'చి গোলন্দাজ সেন ছিলেন । তিনি প্রথমতঃ অপরিচিত ও বন্ধুহীন ছিলেন, কিন্তু যে যুদ্ধে যাইতেন সেই যুদ্ধে জয় করিয়া আসিতেন । ইহাতে কয়েক বৎসরের মধ্যে তিনি অত্যন্ত যশস্বী হইলেন । ছাব্বিশ বৎসর বয়সে তিনি ইটালিদেশ জয় করিলেন, তৎপর বৎসর তিনি আক্সিয়ার রাজার সহিত এমন ঘোরতর সংগ্রাম করিলেন যে তাহাতে ঐ রাজা যুদ্ধে অক্ষম হইয়া সন্ধি করিলেন, তাহ না করিলে তাহার পরিত্রাণের পথ ছিল না । ১৭৯৮ অব্দে বোনাপাট মিসর দেশ আক্রমণ করিয়া, বালকাময় অরণ্যে এবং সমাধি স্তম্ভের নিকটে অনেক যুদ্ধ করেন । তৎপরে ১৮০২ অব্দে তিনি সাধারণ রাজ তন্ত্রের অধ্যক্ষ হন । তাহার পর ১৮০৪ অব্দে তিনি ফনিস রাজ্যের সম্রাট পদ গ্রহণ করেন। তৎকালে তাহার যেমন পরাক্রম ছিল, সে প্রকার পরাক্রম পুর্ব্বকালের আর কোন রাজার ছিল না । কিন্তু ১৮১২ সাল অবধি তাহার পরাক্রম হ্রাস হইতে আরম্ভ হয় । তিনি ঐ বৎসরে অনেক সৈন্য লইয়। রুশিয়াদেশ আক্রমণ করিয়া একেবারে তাহার রাজধানী পর্য্যন্ত গমন করিলেন । রুশের নিরুপায় হইয়া নগরে অগ্নিদান করিল, ঐ অগ্নিতে নগর একেবারে গৃহশূন্য হইল। তাছাতে শীতাগমে গৃহাভাবে ফরাশী