পাতা:ইতিহাস-সার.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । وان لا لا ১•৫৬ অব্দে চতুর্থ হেনরী জর্ম্মনীর সম্রাট ছিলেন । গ্রিগরী নামে পোপের সহিত • তাহার ভারি বিবাদ হইয়াছিল। ঐ পোপের তখন একাধিপত্য, অতএব যে পর্য্যস্ত হেনরী ইটালিতে যাইয়া পদানত ন হইলেন, সে পর্য্যন্ত তিনি র্তাহাকে ক্ষমা করিলেন না । ১২৭৩ অব্দে রডল্‌ফ নামে সুইজারলণ্ড দেশবাসী এক ব্যক্তি জর্ম্মনীর সম্রাট হুইয়াছিলেন । এইক্ষণে অন্ত্রিয়া দেশে যাহারা রাজত্ব করিতেছেন, উক্ত রডলফ তাহাদের পুর্বপুরুষ । জর্ম্মণীতে আর আর যে সকল রাজা হইয়াছিলেন র্তাহীদের মধ্যেও অনেকে র্তাহার বংশোদ্ভব । জর্ম্মণী দেশের রাজার মধ্যে পঞ্চম চার লস অতি প্রশংসিত। তিনি স্পেন নিদরলণ্ড ও ইটালী দেশের কিয়দংশের রাজা ছিলেন । তিনি যখন জর্ম্মনীর রাজা, তখন ইংলণ্ডে অষ্টম হেনরী, ও ফান্সে প্রথম ফান্সিল রাজত্ব করেন । র্তাহার রাজত্বকালে জর্ম্মনী দেশে ধর্ম্ম সংস্কারের স্বচনা হয় । সপ্ত পঞ্চাশত বৎসর বয়ঃক্রম হইলে, রাজ্য ও ঐশ্বর্য্যে র্তাহার বৈরাগ্য জন্মিল, তিনি ফিলিপ মামে আপন পুত্রকে রাজ্য প্রদান করিয়া, আপনি স্পেন দেশে যাইয় এক মঠে বাস করিলেন । তখtয় তিনি সামান্য বেশে উদ্যানের কর্ম্ম করিতেন এবং সদা পরমেশ্বরের চিন্তায় নিযুক্ত