পাতা:ইতিহাস-সার.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৮ ইতিহাস-সার । , সকল এমন উচ্চ যে তাহার চূড়াগুলিন ধবল মেঘের ন্যায় বোধ হয় । মধ্যে ২ শৈল-বেষ্টিত নীল-সলিলপুর্ণ অনেক ঝিল আছে। স্থানে স্থানে পর্ব্বত, তাহ! হরিতবর্ণ প্রান্তরে সুশোভিত। কোন স্থানে প্রাচীন দুর্গ ভগ্ন হইয়া পড়িয়া আছে । পূর্ব্বে সুইজারল ও জর্ম্মনীর অন্তভূত ছিল। ১২৯৮ খৃষ্টাব্দে আলিবাট সম্রাট হইয়া সুইজারলণ্ড-বাসি দিগের অত্যন্ত পীড়ন করেন । র্তাহার কর্ম্মকারীরাও তাঁহ অপেক্ষা অধিক দৌরাত্ম্য করিয়াছিলেন । জে সলর নামে এক ব্যক্তি আপন টুপি একটা চোপে রাখিয় সকলকে বলিতেন এই টুপিকে প্রণাম কর । সকলে তাহাই করত । কিন্তু উইলিয়ম টেল নামে এক রুষক এই আজ্ঞা পালন করে নাই । তাহাতে ঐ দুরাত্মা তাহার পুত্রের মস্তকে একটা ফল রাথিয় তাহাকে বললেন তোমাকে শীর দ্বারা এই ফল বিন্ধিতে হইবে । টেল তীরদ্বারা ফল বিন্ধিল, কিন্তু সৌভাগ্যক্রমে তাহার পুত্রের মস্তকে আঘাত লাগিল না । এই সকল অত্যাচার দেখিয়া সুইসের সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ধারণ করিল, টেল তাহাদের সেনাপতি হইয়া রাজসেনাগণের সহিত অস্থান যাইটবার যুদ্ধ করিল। তৎপরে সুইজরুলগু দেশ স্বাধীন, કરશ তথায় সাধারণ রাজতন্ত্র স্থাপিত হয় । তদবধি সুই