পাতা:ইতিহাস-সার.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২০ ইতিহাস-সার। তাহাতে আরোহণ করা অসাধ্য। এই সকল পর্ব্বতের জন্য অধিকাংশ ভূমি বরফে আবৃত থাকে, তাহাতে কোন শস্য উৎপন্ন হয় না । আলপ্স পর্ব্বত কাটিয়া অনেক পথ নির্ম্মিত হইয়াছে। তন্মধ্যে সেন্ট গথাড ও সিম্পলনে অনেক মনুষ্যের গমনাগমন হইয়া থাকে । ১৮৯১ খৃষ্টাব্দে বোমাপার্ট এক উত্তম পথ নির্ম্মণের আজ্ঞা দেন । ঐ পথ রোন নামক পর্ব্বতের উপত্যকায় গ্রীশ হইতে আরম্ভ হইয়া পাইডমন্টে ডমডি অসেলাতে শেষ হইয়াছে । ইহার মধ্যে দেবদারু ব্লক্ষের চারিটী বন, ত্রিশটা অপেক্ষাও অধিক ঝরণা, বাইশটা সেতু এবং ছয়টা ভূমধ্যস্থ পথ আছে। এই পথ নিরাট পর্ব্বত কাটিয়া প্রস্তুত হইয়াছে। क्लेफेली । এই গ্রন্থের প্রথম ভাগে ইটালী দেশের পুর্ব্ববৃত্তান্ত লেখা গিয়াছে। তাহাতে বিদিত হইয়াছে উটুয়েশ্বর নামে হিরুলীদিগের রাজা এই দেশ জয় করিয়াছিলেন। তৎপরে অক্সগথ জাতীয়ের থিওডোরিক রাজার সহকারিতায় এই দেশ অধিকার করিয়া, প্রায় ৭• ৰৎসর তথায় প্রভূত্ব করে। তদনন্তর, ৫৩৭ অব্দে,