পাতা:ইতিহাস-সার.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । > くへ。 কিন্তু এখন পর্যন্ত রূম ও তচ্চতুঃসীমাস্থ রাজ্যে পোপেরা রাজার ন্যায় শাসন করিতেছেন । এই সকল রাজকে খৃষ্টানরাজ্য বল গিয়া থাকে । পৃথিবীর আর যে যে স্থানে রোম; ন কাথলিক ধর্ম্ম প্রচলিত, পোপের তাহার কর্তী বলিয়া মানf । এইক্ষণে কুমরাজ্যের চতুঃসীমা ৬ • ক্রোশ মাত্র । ইহীর অধিকাংশ শ্মশামের ন্যায়, তাহাতে মনুষ্য বাস করে না । এই স্থানে প্রাচীন রাজাদিগের যে সকল বাসস্থান, দেব মন্দির ও বড় বস্ত অট্টালিকা ছিল, তাহ। ভগ্ন হইয় পড়িয়া আছে । অনেকে অনুমান করেন এই স্থানে অনেক উত্তম ২ প্রস্তরময় প্রতিমূর্ত্তি মুক্তি কায় চাপ পড়িয়াছে । রূমদেশীয় গ্রন্থকারের অনেক পুস্তক লিখিয়াছিলেন, তাহ এখন পর্য্যন্ত বর্ত্তমান আছে । এই সকল পুস্তক লাটিন তাষাতে রচিত এবং অতি মনোহর । এক্ষণকীর অনেক উত্তমখ ব্যবস্থ। ঐ সকল গ্রন্থ হইতে সংগৃহীত হইয়াছে । এইক্ষণে ইটালীতে কয়েক ভিন্নথ রাজ্য হইয়াছে এই সকল রাজোর স্বতন্ত্রহ বিবরণ আছে । ইটালীর দক্ষিণসীমা ও সিসিলি দ্বীপ নেপলস রাজধানীর অন্তর্গত । রূমরাজ্যের সহিত পৃথক হইবার পর নেপলস ।