পাতা:ইতিহাস-সার.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ポ8 ইতিহাস-সার। রাজ্যের বিবরণ অধিক মনোরঞ্জক নহে । এই রাজ্য প্রথমে উত্তরবাসী এক অসত্য জাতির হস্তগত হয় । তাহার পর আর এক অসত্যজাতি তাহা অধিকার করে । তৎপরে এই দেশ স্পেন ও অন্যান্য দেশীয় রীজ দিগের অধীন হইয়াড়িল । অবশেষে ইহা স্বাধীন হইয়! এখন পর্য্যন্ত স্বাধীন বস্থায় আছে । বিনিসের ব্লত্তান্ত অধিক মনোরম ৷ ৪৫২ খৃষ্টাব্দে উত্তর অঞ্চলীয় অসত্যেরা ঐ রাজ্য আক্রমণ করিলে পর সম্প্রতিকার বিনিসের নিকটবর্ত্তী স্থানের লোকেরা সমুদ্র তীরস্থ জলগণ্ড মধ্যে বাস করিয়৷ মৎ স্যাহার, লবণ প্রস্থত, এবং বাণিজ্য করিয়া দিনপাত করিত। তৎপরে তাহার ৮০৯ খৃষ্টাব্দে রায়েলটে নামক এক ক্ষুদ্র দ্বীপে বিনিস নগর নির্ম্মাণ করিয়া তথায় আপনাদিগের অর্থাদি প্রেরণ করিল। তাহাতে ঐ নগর বিনিস রাজ্যের রাজধানী হইল, ক্রমে ঐ নগর ও রাজ্য বৰ্দ্ধিত হইয় পৃথিবীর মধ্যে অতি পরীক্রমশালী হইয়া উঠিল । এই দেশীয় লোকের বাণিজ্যকর্ম্মে অধিক মনোনিবেশ করিয়াছিল, তাহাতে জারূশালম নগর জবনাধিকার হইতে মুক্ত করণার্থ যে যুদ্ধ হয় সেই যুদ্ধে কেবল বিনিস হইতে দুই শতখান জাহাজ প্রেরিত হইয়াছিল ।