পাতা:ইতিহাস-সার.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার। 〉マQ এই প্রকার বিনিস রাজ্য ক্রমশঃ বৰ্দ্ধিত হইতে থাকে । অবশেষে উদেশীয় সেনারা জাকশালমের যুদ্ধপরায়ণদিগের সহযোগে কনষ্টান্টিনোপল রাজধানী অধিকার করিয়| তথা হইতে অনেক রত্নাদি, পুস্তক, শ্বেত উজ্জ্বল প্রস্তর, চিত্রপট, প্রস্তরময় প্রতিমূর্ত্তি, প্রস্তরস্তম্ভ, প্রভূত অনেক উত্তম উত্তম দ্রব্য আনয়ন করে । লিনিসের সাধারণ রাজ্য অনেককাল পর্য্যন্ত উত্তমরূপে চলিয়াছিল । সতর শতাব্দীর অবসানকালে ঐ রাজ্য ফুেঞ্চদিগের হস্তগত হয়। তৎপরে ১৭৯৮ অদ অবধি তাহ আস্ত্রিয়। রাজ্যের অন্তভূত হইয়াছে। জিনোয়। আর এক বিখ্যাত রাজ্য। তদেশস্থ লোকের বিনিস দেশস্থ লোকের ন্যায় বাণিজ্য ও নাবিকের কর্ম্মে অতি তৎপর ছিল, সুতরাং সর্ব্বদা যুদ্ধদ্বন্দ্ব হইত। এক সময়ে তাহারা বিনিম জয়কিরিবার উপক্রম করিয়াছিল । বস্তুত জিনোয় দেশীয় লোকের যেমন নাবিকতা বিদ্যায় নিপুণ ইটালীর মধ্যে অন্যান্য কোন দেশীয় লোকের ঐ বিদ্যায় তদ্রুপ নিপুণ নহে। যে কলম্বস আমেরিক প্রকাশ করেন তিনি জিনোয়। দেশস্থ । এইক্ষণে জিনোয় দেশ সডিনিয়ার অধীন ।