পাতা:ইতিহাস-সার.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Nうc ইতিহাস-সার । এমন হইল পুসিয়ার রাজা যুদ্ধে পরাভূত হইয়। সর্ব্বস্বাস্ত হন । পরে তিনি যুদ্ধ জয় করিলেন, তাহাতে র্ত;হার অত্যন্ত গৌরব হইল । বস্তুত তৎকালে যে সকল রাজ ছিলেন তন্মধ্যে তিনি মহামহিম উপাধি প্রাপ্ত হইয়াছিলেন। ফুে দরিক ১৭৮৬ অব্দে, পচাত্তর বৎসর বয়ঃক্রমে পরলোক গমন করেন । র্তাহার মৃত্যুর পর দ্বিতীয় ফুে দরিক উইলিয়ম নামে তাহার ভ্রাতুষ্পুত্র রাজা হইয়া একাদশ বৎসর রাজ্য ভোগ করেন। তৎপরে তৃতীয় ফুে দরিক উইলিয়ম রাজা হন, উহার এত অধিক সেনা ছিল যে তিনি নেপোলিয়ন বোনাপাটের সহিত যুদ্ধার্থ অগ্রসর হইলেন । কিন্তু, ১৮e ৬ অব্দে, জেলার যুদ্ধে নেপোলিয়ন উiহার সৈন্যগণকে ছিন্ন ভিন্ন করিয়া অস্থান বিংশতি সহস্ৰ সেনা ৰিনাশ এবং চল্লিশ সহস্ৰ সেন রণদু করিলেন । এই যুদ্ধে ষ্ণুে,দরিকের অনেক রাজ্য হস্তান্তরিত হয়। পরে ওয়াটরলুর যুদ্ধে বোনাপাট পরাজিত হইলে তিনি ঐ সকল রাজ্য পুনঃ প্রাপ্ত হইলেন । তদবধি পুসিয়া দেশ অতি পরাক্রমশালী হইয়। উঠিয়াছে । পুসিয়ার রাজধানী বৰ্লিন স্পি,নদীর তটস্থ। তথায় রাজার এক বাসস্থান আছে, তাহ অতি মনোরম ; ঐ নগরে এক চতুষ্পাঠী আছে তাহাতে অনেক যুব