পাতা:ইতিহাস-সার.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার | JNరి মানের আফিকার উত্তরাংশ জয় করিয়া স্পেনের সান্নিধ্যে মারিতেনিয়াকত বাস করিতেছিল, তাহাতেই তাহাদের মুর নাম হইয়াছে। জুলিয়ন তাহাদিগকে স্পেনদেশ আক্রমণ করিতে পরামর্শ দিলেন । তাহারণ ঐ দেশ আক্রমণ করিয়া সম্পূর্ণরূপে জয়ী হইল। রাজা রডরিকের শেষ দশা কি হইল তাহ প্রকাশ নাই, নদী-তটে যে স্থানে যুদ্ধ হইয়াছিল, সেই স্থানে উাহার অশ্ব, অলি, ঢাল, টুপি ও বক্ষআচ্ছাদন পড়িয়াছিল, কিন্তু তাহার শব কোন স্থানে দেখা যায় নাই। ইহাতে যে অনুমান হউক । এই ঘটনা খুষ্টাব্দের ৭১২ বৎসরে হইয়াছিল । এই যুদ্ধের পর মুসলমানের স্পেনদেশের চতুর্থাৎশের তিন অংশ অধিকার করিল, এবং ক্রমেই সত্য|বস্থা প্রাপ্ত হইতে লাগিল । ফলতঃ তৎকালে তাহদের যে প্রকার বিদ্যা বুদ্ধি হইয়াছিল, ইউরোপের আর কোন স্থানের লোকের তদ্রুপ হয় নাই । তাহ{র কর্দোবা নগরে এক পুস্তকালয় স্থাপন করিয়াছিল, তাহাতে ছয় লক্ষ পুস্তক ছিল । ইহা ভিন্ন স্পেনদেশের যে যে স্থানে তাহাদিগের অধিকার ছিল সেই সকল স্থানে তাহারা আর সত্তরট সাধারণ পুস্তকালয় স্থাপন করিয়াছিল, তাহাতেও অনেক পুস্তক থাকিত । মুরের অত্যন্ত কবিতা ও সঙ্গীত প্রিয় ছিল । তাহারা >。