পাতা:ইতিহাস-সার.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SN28 ইতিহাস-সার। স্পেনদেশে অনেক অট্টালিকা নির্ম্মাণ করিয়াচিল । গ্রানাডা নগরে আলহাম্বর নামক অট্টালিকাতে তাহদিগের রাজার বাস করিতেন । ঐ অট্টালিক উজ্জ্বল, চিঙ্কণ শ্বেত প্রস্তরে নির্ম্মিত, এবং তাহার প্রাচীর সকল নানাবিধ শিল্প কর্ম্মে সুশোভিত । বৈঠকখান ও শয়নাগারের মধ্যে অনেক ফোহারা ছিল, তাহাতে নিরস্তুর জল উথিত হইত, এবং গ্রীষ্মকালে গৃহ সকল অতি শীতল থাকিত । মুরদিগের সত্যভার এই সকল চিকু, কিন্তু স্পেন দেশীয় লোকেরা তাহাদিগকে অতিশয় ঘৃণা করত, তাহাতে সর্ব্বদা যুদ্ধ দ্বন্দ্ব হইত । এই সকল যুদ্ধে কখন মুরেরা কখন স্পেনদেশীয় লোকের জয়ী হইত। অতঃপর একটা ঘোরতর যুদ্ধ হইল, তাহাতে অশীতি সহস্র মুর হত হইল। তদবধি তাহারা ক্রমশঃ অধিকারচ্যুত হইয়া কতক দিন গ্রানাড়া আশ্রয় করিয়৷ রহিঙ্গ অবশেষে ফডিনাণ্ড ও ইসেৰেলার রাজ্যকালে, ১৪৯৯ খৃষ্টাব্দে, তাহার এই দেশ হইতে একেৰারে বহিষ্কৃত হইল । ক্ষডুিনাগু রাজা ও ইসেবেল রাণীর রাজ্যকালে খৃষ্টানমতের প্রতিকুম্বন্ধুরির দণ্ডার্থে এক রিচারালয় হইয়াছিল । ইহার মুলাক্তিপ্রায় সকল লোক রোমান কথলিক ধর্ম্ম অবলম্বন করিবে, ৰুেহ অন্য ধর্ম্ম গ্রহপ