পাতা:ইতিহাস-সার.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Nうや ইতিহাস-সার। পারে নাই । কিন্তু স্পেন দেশীয় লোকের অর্থলোভে মহাসমুদ্র পার হইয়া সর্ব্বদা আমেরিকাতে গমনাগমন ও বাস করিভ । তাহীদের স্বদেশ আবাদ হইত না, ইহাতে তাহাদের প্রকৃত কোন উপকার হইয়াছে কিনা সন্দেহ। দ্বিতীয় ফিলিপ স্পেন দেশের এক জন অতি পরক্রমশালী রাজা ছিলেন । তিনি ইংলণ্ড জয়ের মানস করিয়া ৮৪ খান জাহাজের এক বহর তথায় প্রেরণ করেন । কিন্তু একটা ঝটিকাতে ঐ বহর ছিন্ন ভিন্ন হইয়। ষায়, তাহাতে ঐ মানস সফল হয় নাই । ১৭০ খৃষ্টাব্দে দ্বিতীয় চারল্স নিঃসন্তান পরলোক গমন করাতে, ফিলিপ নামে ফ্রান্স দেশীয় চতুর্দশ লুইসের পৌত্র এই দেশের রাজা হন । তদ্বংশীয়ের স্পেন দেশীয় বুরবন নামে খ্যাত। ' o নেপোলিয়নের দোর্দণ্ড প্রতাপ হইলে তিনি, ১৮০৮ খৃষ্টাব্দে, স্পেন দেশীয় সপ্তম ষ্টুডি নাগুকে সিংহসনচ্যুত করিয়া, অলপন সহোদর জোজেফ বোনাপাটকে সিংহাসন প্রদান করিয়াছিলেন। কিন্তু স্পেন দেশের অনেক প্রজা উহাকে রাজা বলিয়া সম্মান করে নাই, তাহাতে ঘোরতর যুদ্ধ উপস্থিত হওয়াতে ংলগুয়ের স্পেন ও পর্তুগালে সৈন্য প্রেরণ করে । এবং ওয়েলিংটনের ডিউক অনেক যুদ্ধ জয় করেন। ।