পাতা:ইতিহাস-সার.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার। ১৩ ৭ অতঃপর, ১৮১৪ সালে, ফড়ি নাও পুনর্ব্বার সিংহ সন আরোহণ করেন, “কিন্তু তিনি অত্যন্ত দুরাত্মা ও ধর্ম্মসংস্কারদ্বেষী ছিলেন । র্তাহার শাসনে দেশের কেবল অমঙ্গল হইয়াছিল । ১৮৩৩ সালে উiহার পরলোক গমনের পর তাহার কন্যা ইসেবেলী রাজসিং হাসন প্রাপ্ত হন । পর্তুগাল । পর্তুগাল পূর্ব্বে স্পেন দেশের একাংশ বলিয়া গণ্য এবং তাহার শুভাশুভের ভাগী ছিল । দ্বাদশ শতাবীতে এই দেশ স্বাধীন হইয়। স্বতন্ত্র রাজ্য হইয়াছে । ইহার মধ্যেও কতক দিন ইহার কোন কোন অংশ স্পেনের অধীন ছিল । ১৪• • অক্টের পূর্বে পর্ত্ত গালের বিবরণ নিতান্ত নীরস । তাহার পর অবধি পর্তুগিসের আটলান্তিক মহাসমুদ্রে গমনাগমন করিতে আরম্ভ করে । ইহার পূর্ব্বে ঐ সমুদ্র পার হইয়া কেহ আমেরিকাতে গমন করিতে পারে নাই, এবং কাহার এমন সাধ্য হয় নাই যে আঙ্কিক প্রদক্ষিণ করে। পর্তুগিসের ক্ষুদ্র ক্ষুদ্র জাহাজারোহণ করিয়া ঐ সযুদ্রে গমনাগমন আরম্ভ করিল। তাহীদের একখান জাহাজ উত্তমাশা অন্তরীপে উপস্থিত হইল । তাহার পর তাহাদিগের