পাতা:ইতিহাস-সার.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার } S 8% তাহাতে অনেক স্থান নষ্ট হওয়াতে কতকগুলি ভারি ২ বাধ দেওয়া গিয়াছে, তাহাতে সমুদ্রের জল আসিতে পায় না। এক একটা বাধ উৰ্দ্ধে ২• হস্ত, এবং ৪৫৪৬ হস্ত প্রশস্ত । ইহার বাহির দিকে সাগরমুথ ও জঙ্গল, ভিতর দিক প্রস্তর ও বাহাদুরী কাষ্ঠ দিয়া বাধান গিয়াছে । দেশটি এমন চৌরস যে উচ্চ স্থানে উঠিয়া দৃষ্টি করিলে বোধ হয় একখানা চাদর পড়িয়া আছে । মধ্যে২ খাল ও বাধ, খাল দিয়া জাহাজ গমনাগমন করিতেছে, স্থানে স্থানে তৃণ ও বৃক্ষ আচ্ছাদিত গ্রস্তর, তাহাতে নানা প্রকার জীব জন্তু চরিতেছে, স্থানে২ সহর ও গ্রাম, ও স্থানেই ব্রক্ষ-বেষ্টিত বড় বড় অট্টালিকা মুশোভিত আছে । জয়দয়জী নদীর যে বাহু ওয়াই নামে খ্যাত, আমষ্টর ডম রাজধানী তাহার তটস্থ । ইউরোপে যত নগর আছে, তাহার মধ্যে এই একটি বৃহৎ নগর । ভূমির মধ্যে খোটা পুতিয়া নগরের তাবৎ গৃহাদি নির্মিত হইয়াছে । আমষ্টর ডমের সান্নিধ্যে হেগ নামে এক ক্ষুদ্র সহর আছে, তাহাতে রাজা ও র্তাহার পারি যদ লোকের বাস করেন । * এই দেশে এক-নায়ক রাজতন্ত্র প্রচলিত, তাহা কতক ইংলণ্ডের একনায়ক রাজতন্ত্রের ন্যায়, কিন্তু