পাতা:ইতিহাস-সার.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 8 R ইতিহাস-সার। ইংলণ্ডে কুলীন ও সামান্যদিগের সভার যেমন ক্ষমতা, এদেশের সভার তত ক্ষমতা লাই। হলণ্ডে তিনটী বিশ্ববিদ্যালয় আছে, তদ্ভিন্ন সকল সহর ও গ্রামে সামান্য পাঠশালা আছে । হলগু দেশ স্বাধীন হইলে নিদরলণ্ডের আর আর প্রদেশ, অর্থাৎ বেলজিয়ম ব ফুপ্তিরস্থ, স্পেন দেশের রাজ্যভূক্ত ছিল। অষ্টাদশ শতাব্দীর আরম্ভে এই দেশ আন্ত্রিয়ানদিগের হস্তে যায়। তাহার। ফাঙ্গ দেশের বিপ্লব পর্য্যন্ত ঐ স্থান আপনাদের শাসনে রাখিয়:ছিল । তৎপরে, ১৭৯৫ খৃষ্টাব্দে, ফরাশীরা তাহ জয় করিয়া আপনাদের রাজ্যভূক্ত করিল । নেপোলিয়ন পরাজিত হইলে পর এই দেশ হলগু সংযুক্ত হইয়া দুই দেশ এক হয়, ইহাকে নিদরলও বলা যায়। বেলজিয়ানেরা ইহাতে অসন্তুষ্ট হইয়া, ১৮৩০ অব্দে, রাজ-প্রতিকুলাচারী হইল। তৎপরে ইউরোপের পঞ্চ প্রধান রাজা বেলজিয়ম দেশের স্বাধীনতা স্বীকায় করাতে বেলজিয়ানের স্যাকসকোর্গের লিওপোল্ড নামক রাজপুত্রকে রাজা করিল। লিওঁপোল্ড, ১৮৩১ সাল ২১ জুলাই, শপথ গ্রহণ পূর্ব্বক্ষ রাজারম্ভ করিলেন ।