পাতা:ইতিহাস-সার.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । করিলেন । অসি কোষ হইতে অৰ্দ্ধেকমাত্র বাহির হইয়াছিল । গষ্টাবস নামে চারলসের পরে এক রাজা হইয়াছিলেন। তিনি, ১৭৯২ সালে, এক সঙের সভাতে সং সাজিয়াছিলেন, ঐ সময়ে ভঁাহাকে কোন ব্যক্তি গুলি করিল। চতুর্থ গষ্টাবস প্রজাদিগের সহিত সদ্ব্যবহার করেন নাই, তাহাতে তাহারা, ১৮৭৯ সালে, ডাহাকে সিংহাসনচ্যুত করে। তৎপরে ত্রয়োদশ চার্লস রাজা হন, তাহার রাজত্বকালে প্রজার বালাডাট নামে এক ফরাসী সেনাপতিকে রাজোত্তরাধিকারি করিয়া রাখিয়াছিল । ১৮১৮ সালে চালসের মৃত্যুর পর তিনি সিংহাসন আরোহণ করেন। সপুতিকার রাজার নাম অস্কার, তিনি ১৮৪৪ সালে রাজ্য প্রাপ্ত হন। লাপলণ্ড, নরওয়ে, ডেনমার্ক। লাপলগু দেশ ইউরোপের অতি উত্তরে, এবং রূক্ষ ও সুইডনের মধ্যবর্ত্তী । এই দেশ এমন শীতল যে ত্রাণ্ডী সরাপ এত তেজস্কর, তাহাও’জমিয়া যায়, কিন্তু লাপলও বাসীর। তাহা গলাইবার উপায় শিখিয়াছে এবং ঐ সরাপ অত্যন্ত অধিক ব্যবহার করে, তাহ। তাহীদের পক্ষে কল্যাণকর নহে । -- :)