পাতা:ইতিহাস-সার.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8や ইতিহাস-সার লাপলণ্ডে অনেক হরিণ আছে । লাপলণ্ড বাসীরা ঐ হরিণের মাংসাহার এবং তাহাদের চর্ম্মে পরিধেয় বস্ত্র প্রস্তুত করে । এই সকল হরিণ দ্বারা অশ্বের কর্ম্মও চলে । তাহার। চক্রহীন শকট বরফের উপর দেয়া অতি বেগে টানিয়া লইয়া যায়। লাপলগু দেশের এমন কোন ইতিহাস নাই যে তাহা পুস্তকে লেখা যায় । নরওয়ে অতি বিস্তৃত দেশ, তাহার পশ্চিমসীম। আটলাল্টিক মহাসমুদ্র এবং পুর্ব্বসীমা সুইডন । এই দেশ অতি শীতল ও অনুর্ব্বর। কিন্তু তথায় একজাতীয় অতি উত্তম গাভী আছে, তাহার দুগ্ধে অতি অপুর্ব্ব মাখন প্রস্তুত হয়, তদ্রুপ মাখন আর কোন স্থানে হয় না। বর্জিন নগর অতি বৃহৎ, তাহাতে বিংশতি সহস্র লোক বাস করে । এই স্থানের গৃহসকল ক্ষুদ্রাকার এবং কাষ্ঠে নির্ম্মিত, তাহাতে সর্ব্বদা অগ্নি লাগিয়া অনেক ক্ষতি হয়, সুতরাং অনেক প্রহরী নিযুক্ত আছে; তাহার মোট লবেদায় অঙ্গাচ্ছাদন করিয়া সমস্ত রাত্রি পাহার দেয়, ঘন্টায় ঘন্টায় এই বলিয়া চিৎকার করে “পরমেশ্বর আমাদের এই অপুর্ব্ব নগর রক্ষা করুন। ” নরওয়েতে পূর্ব্বে যে সকল লোক বাস করিত