পাতা:ইতিহাস-সার.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । ン 8 ? to তাহার অসত্যবৎ ভ্রমণকারী নাবিক । তাহীদের মধ্যে কেহ কেহ বোস্কেটিয়ার কর্ম্ম করিত । এই বোম্বেটিয়ার মধ্যে নড়ী নামে এক ব্যক্তি, ৮৬০ খৃষ্টাব্দে, আইসলগু দেশ প্রকাশ করে । তাহার পর নরওয়ের লোকেরা তথায় যাইয়া বাস করিতে লাগিল । ১০৩০ অব্দে দিনামারদিগের রাজা কানিউট নার ওয়ে দেশ জয় করেন, কিন্তু তাহার ছয় বৎসর পরে এই দেশ স্বাধীন হয়, তৎপরে বহুকাল পর্য্যস্ত তদে শস্থ রাজারা তথায় রাজ্য করিতেম । অতঃপর ১৩৯৭ সালে ঐ দেশ ডেনমাকের সহিত মিলিত হইয়। ১৮১৪ সাল পর্যন্ত তদন্তর্গত বলিয়া গণনীয় ছিল, তদনন্তর তাহ মুইল্ডন ভূক্ত হয় । ডেনমাক দেশ সুইডন ও জর্ম্মনী দেশের মধ্যবর্ত্তী । এই দেশ অতি চৌরস, এবং তাঙ্গার প্রায় চতুর্দিকে সমুদ্র । ইহার রাজধানীর নাম কোপনহেগন, তাহাতে একলক্ষ বিংশতি সহস্ৰ লোক বাস করে । ডেনমাক ও নরওয়ে উভয় দেশে দিনামার ভাষা চলিত । ডেনমাক, মুইডন, ও নরওয়ে এই তিন দেশ পূর্ব্বে স্কনডনেৰিয়া নামে খ্যাত ছিল, তৎকালে ফিন ও জর্ম্মনেরা তথায় বাস করিত, তৎপরে গাথের এই সকল দেশ জয় করে ।