পাতা:ইতিহাস-সার.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ? * ইতিহাস-সার । গ্রীস। এই গ্রন্থের প্রথমভাগে গ্রীমদেশের পুর্ব্ব ব্লত্তান্ত লেখা গিয়াছে " তাহাতে বিদিত হইবে, খৃষ্টের জন্মের ১৪৬ বৎসর পুর্ব্বে, এই দেশ রূমরাজ্যের অধীন হইয়াছিল । তদবধি এই দেশের বিবরণ ঐ রাজ্যের বিবরণের সহিত মিশ্রিত হইয়া পড়িয়াছে । খৃষ্ট ব্দের তিন অবধি চারি শতাব্দীর মধ্যে রূমরাজ্য দুই ভাগে বিভক্ত হইয়া, এক ভাগ পশ্চিম রূম ও আর এক পূর্ব্ব রূম বলিয়া খ্যাত হয় । পুর্ব্ব রূমের রাজধানী কনস্তান্তিনোপল । গ্রীস এই রাজা সম্ভুক্ত ছিল । বস্তুতঃ ইহাকে কখন কখন গ্রীশ রাজ্যও ત્રના যাইত । পশ্চিম রূম যতদিন বর্ত্তমান ছিল, পুর্ব্বরম তদপেক্ষা আরো এক সহস্র বৎসর বর্তমান ছিল । কিন্তু এই সহস্ৰ বৎসরের মধ্যে কোন বিশেষ ঘটনা উপস্থিত হয় নাই । গ্রীক সম্রাটের ক্ষীণমন, কুকর্ম্মান্বিত এবং অতি নিষ্ঠুর-স্বভাব ছিলেন। র্তাহারা প্রজাগণকে নিতান্ত নীচগামী করিয়াছিলেন, এবং নানাপ্রকার ক্লেশ দিতেন । এই রাজাদের রাজত্বকালে চতুর্দ্দিকস্থ অসত্য জাতীয়েরা সর্ব্বদা ঐ রাজ্য আক্রমণ এবং ಕ್ಲ করিত । ৬৩১ খৃষ্টাব্দে মুসলমান ধর্ম্মাবলম্বী আরবের গ্রীক