পাতা:ইতিহাস-সার.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S @ 8 ইতিহাস-সার দিগের নিতান্ত প্রতিজ্ঞ। ঐ দেশ কখন পরিত্যাগ করিবে না । গ্রীকেরাও প্রতিজ্ঞ করিল হয় তাহদিগকে দেশ হইতে দূর করিয়া দিৰে, নতুবা প্রাণ ধারণ করিবে না । এই প্রতিজ্ঞা করিয়া প্রাণপণে যুদ্ধ করিতে লাগিল, কিন্তু ইংলণ্ড ফান্স ও রূষ দেশস্থ লোকেরা তাহাদের সহায়তা না করিলে তাহদিগের কতকার্য্য হইবার সম্ভাবনা ছিল না । উক্ত তিন জাতীয় লোকের একত্র হইয় আপনদিগের যাবতীয় জাহাজ গ্রীসের নীচে একত্র রাখিল । সর এডওয়াড় কডিংটন নামে ইংরাজদিগের সেনাধ্যক্ষ ঐ সকল জাহাজের অধ্যক্ষ হইলেন, তিনি ১৮২৭ সালে অক্রোবর মাসে নবরিনের খাড়িতে তুকদিগের দুইশত জাহাজের এক বহৰ আক্রমণ করিয়া অনেক জাহাজ জলমগ্ন ও অনেক জাহাজ দগ্ধ করিয়াদিলেন । তুকের ছিন্ন ভিন্ন হইয়া পলায়ন করিল, গ্রীসদেশে বাস করিতে পারিল না । কিন্তু তখন গ্রীকদিগের এমন সামর্থ্য ছিল না যে আপনার রাজকর্ম্ম চালায়, অতএব ইংলও ফান্স ও রূৰ জাতীয়েরা তাহাদিগের রাজ্যশাসন জন্য এক জন রাজা মনোনীত করিয়াদিলেন । ঐ রাজার নাম ওথে। উহার বয়ঃক্রম অষ্টাদশ বৎসর। তিনি, ১৮২৯ অব্দে, রাজ্যাভিষিক্ত হইলেন ।