পাতা:ইতিহাস-সার.djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जूठौष्ठ उांश । আসিয়ার ইতিহাস ।

  • بسمسمےجیسے مبہم مہم بہ- ہمہ ----

ভূমিকা । আসিয়ার বিবরণ অধিক মনোহর। এইখানে পরমেশ্বর প্রথমতঃ নর জাতি সৃষ্টি করেন। তাহাদিগের বংশবৃদ্ধি হইয়া পৃথিবীর আর আর স্থানে লোক বসতি হইয়াছে । এইখানে প্রথমতঃ বড় বড় রাজ্য ছিল, এবং এই স্থানের রাজাদিগের দেীর্দণ্ড প্রতাপে তাবদ্ধরণী কম্পান্বিত হইয়ছিল । যে হিন্দুর পৃথিবীর প্রথমাবধিবর্তমান, তাহার এই মহাদ্বীপে বাস করে। যে সর্ব্বজয়ী আরবের আসিয়া ইউরোপ ও আফুিক জয় করে, তাহার এই মহাদ্বীপৰাগী। যে তুর্কের আসিয়া মাইনর, সীরিয়া, মেশোপোটেনিয়া, মিশর ও ইউরোপের অনেক স্থানে আটশত বৎসর রাজত্ব করে তাহার। আসিয়ার লোৰু। এইখানে ব্রহ্মজ্ঞানের উৎপত্তি। যে যিশুখৃষ্টেয় পৃথিবীর তাবৎ স্থানে প্রচলিত, তিনি এই মহাদ্বীপে জন্মগ্রহণ করেন। মুমলমান-ধর্মের প্রণয়নকর্তা