পাতা:ইতিহাস-সার.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার। » Œ ፋ যায় । ষেকৰ সকল পুত্র অপেক্ষ কনিষ্ঠ পুত্র যোজেফকে অধিক স্নেহ করিতেন,• তাহীতে র্তাহার আর আর সহোদরের তাহার প্রতি দ্বেষ করিতেন । কোন সময়ে তাহারা গোচরণে গিয়াছিল, তাহাতে যে কব যোজেফকে উtহাদিগের অন্বেষণে প্রেরণ করেন । যেজেফ তাহাদিগের অন্বেষণে গমন করিলে তাহারা তাহীকে ধরিয়া একটা কুণ্ডে নিক্ষেপ করিল, পরে ঐ স্থান দিয়া কতকগুলিন মহাজন গমন করিতেছিল, তাহাকে তাহ{দিগের স্থানে দাস বলিয়া বিক্রয় করিল। মহাজনেরা যোজেফকে মিশর-দেশে আনিয়া পটিফর নামে মিশরদেশীয় রাজার সেনাপতির স্থানে বিক্রয় করিল। যোজেফ নানা প্রকার ক্লেশ পাইতে লাগিলেন । অনস্তর মিশরাধিপতি এক স্বপ্ন দেখিলেন কেহ তাহার ভাবাধ করিতে পারে নাই । যোজেফ ঐ স্বপ্নার্থ করাতে রাজা সন্তুষ্ট হইয়। র্তাহাকে মন্ত্রিপদ প্রদান করিলেন । কিছুকাল পরে একট। দুর্ভিক্ষ হইল, তাহাতে আহার দ্রব্যtভাবে অত্যন্ত ক্লেশ হওয়াতে যে কব শস্য ক্রয় করিবার জন্য পুত্রগণকে মিশরদেশে পাঠাইলেন । তাহারা মিশরদেশে যাইয়। ষোজেফকে চিমিত্তে পারিল না । যোজেফ তাহাদিগকে আপনার পরিচয় দিয়া মিশরদেশে আসিয়া ৰাস করিতে বলিলেন । Y盆