পাতা:ইতিহাস-সার.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ネ ইতিহাস-সার। জয় করিয়া চতুর্দিকস্থ দেশ আপনার করাধীন করিয়াছিলেন । তৎপরে (খৃষ্টের জন্মের ৫৪৮ বৎসর পূর্ব্বে) তিনি আসিয। মাইনর আক্রমণ করিয়া মিদিয়ার রাজ ক্রিশসের সহিত যুদ্ধ করেন । এই মিদিয়া রাজ্য খৃষ্টের জন্মের ৮ • • বৎসর পুর্ব্ব অবধি বর্ত্তমান ছিল, এবং ক্রিশস অতি ধনাঢ্য বলিয়া খ্যাত ছিলেন । কিন্তু অতি ধনবান হইয়াও তিনি রাজ্য রক্ষা করিতে পারেন নাই । সাইরস ঐ রাজ্য জয় করিয়া আপনার অধিকার-ভূক্ত করিয়াছিলেন । মিদিয়া জয়ের পর সাইরস বেবিলন অধিকার এবং সিরিয়া ও পালেস্তাইন রাজ্য জয় করেন । তদনন্তর তিনি ইজরেল বংশীয়দিগকে রেৰিলন হইতে স্বদেশে প্রত্যাগমন করিতে অনুমতি দেন । তৎপরে তিনি কাস্পিয়ান সমুদ্রের উত্তর পুর্ব্বে সাঁইথিয় দেশে যাত্র করেন । ঐ দেশস্থ লোকের অতি বীরপুরুষ । সাইরাস তথায় উপস্থিত হইলে তমাইরিস নামে তত্রস্থ বাণী বহু সৈন্য সংগ্রহ-পূর্ব্বক র্তাহার সহিত যুদ্ধ করিলেন । ঐ যুদ্ধে সাইরম পরাজিত হইয়। রণবন্দী হইলেন । তৎপরে তিনি হত হইয়াছিলেন। সাইরসের মৃত্যুর পর কম্বাইমস পারল রাজ্যের সম্রাট হইয়াছিলেন। তিনি অতি দুৰ্দ্ধান্ত ও নিষ্ঠুর