পাতা:ইতিহাস-সার.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ৬ a ইতিহাস-সার । হইল । ঐ পথ দিয়া য়িহুদীরা অনায়াসে গমন করিল। মিশরবাসীরা ইহা দেখ্রিয় তাহাদিগের পশ্চাৎ পশ্চাৎ চলিল । কিন্তু য়িহুদীর; পরপারে উত্তীর্ণ হইব। মাত্র সমুদ্র পুনর্ব্বার জলপূর্ণ হইল, তাহাতে ফরোত্মা ও তাহীর সকল সে ন জলমগ্ন হইল । য়িহুদীরা সমুদ্র পার হইয়। আরবস্তান প্রবেশ করিয়; ক্রমাগত চল্লিশ বৎসর ভ্রমণ করিল। ইতিমধ্যে মুস। স্মৃতি ও ধর্ম্মশাস্ত্র প্রস্তুত করলেন । মুসা পরলোক গমন করিলে পর, যশুআ তৎপদভিষিক্ত হইলেন । য শুআ অতি বীর ছিলেন, র্তাহার শাসনকালে য়িহুদীরা পালেস্তাইন জয় করিল, এবং তদেশীয় লোক সকলকে নির্ব্বংশ করিয়া আপনারা ঐ দেশ বিভাগ করিয়া লইল । যশুআর মৃত্যুর পর তাহারা তিন শত পঞ্চাশ বৎসর কর্ত্তাহীন হইয়া ফিনিস্তাইন নামে সমুদ্রতটস্থ এক জাতীয় লোকের সঙ্গে যুদ্ধে নিযুক্ত হইল। এই যুদ্ধে তাহারা প্রায় জয়লাভ করিতে না পরিয়া, বিৰেচন। করিল রাজা না থাকিলে কোন বিষয়ের কুশল নাই । অতএব সামুএল নামে তাহাদিগের পুরোহিতের শরণাগত হইল । পুরোহিত সাল নামে এক যুবাকে রাজ্যভার দিলেন । তিনি রাজা হইয়া রাজ্যশাসন করিতে লাগিলেন ।